ভিডিও বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

৭২ ঘণ্টায় ৬ দেশে হামলা চালিয়েছে ইসরায়েল 

৭২ ঘণ্টায় ৬ দেশে হামলা চালিয়েছে ইসরায়েল, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : মাত্র তিনদিনে তথা ৭২ ঘণ্টায় ছয় দেশে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরাইল। গত সোমবার (৮ সেপ্টেম্বর) থেকে বুধবার (১০ সেপ্টেম্বর) পর্যন্ত ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, তিউনিসিয়া, কাতার ও ইয়েমেনে হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী। এসব হামলায় প্রায় দুইশ মানুষের প্রাণহানি ঘটেছে।

গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) গাজায় মার্কিন প্রস্তাবিত যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য অনুষ্ঠিত এক বৈঠকের সময় কাতারের রাজধানী দোহায় হামাসের একটি অফিস ভবনকে লক্ষ্যবস্তু করে বিমান হামলা চালায় ইসরাইল। ওই হামলায় ছয়জন নিহত হন, যার মধ্যে রয়েছেন সিনিয়র হামাস নেতা খলিল আল-হাইয়ার ছেলে হুমাম, তিনজন দেহরক্ষী এবং একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা। তবে হামলায় হামাসের শীর্ষ নেতারা বেঁচে গেছেন বলে জানা গেছে। গাজা সংঘাতের পর সৃষ্ট উত্তেজনার মধ্যে সীমান্ত পেরিয়ে হামলার পরিধি বাড়িয়েই চলেছে ইসরাইল। সেই ধারাবাহিকতার অংশ ছিল কাতারের দোহায় হামলা। আল জাজিরার প্রতিবেদন মতে, মাত্র ৭২ ঘন্টার মধ্যে ষষ্ঠ দেশ হিসেবে কাতারের হামলা চালায় ইসরাইলি বাহিনী। আর চলতি বছরের শুরু থেকে সপ্তম দেশ হিসেবে আক্রমণের শিকার হয় কাতার। 

প্রতিবেদন মতে, গত সোমবার ছিল গাজা আগ্রাসনের ৭০২তম দিন। ওইদিন গাজাজুড়ে ইসরাইলি হামলায় কমপক্ষে ৬৭ জন নিহত এবং ৩২০ জন আহত হয়। এর মধ্যে ১৪ জন নিহত ত্রাণ সংগ্রহ করতে গিয়ে। পরদিন মঙ্গলবার আরও ৮৩ জন নিহত এবং ২২৩ জন আহত হন। গত সোমবার স্থানীয় সময় দুপুর ১টায় ইসরাইলি যুদ্ধবিমানগুলো পূর্ব লেবাননের বেকা ও হারমেল জেলায় হামলা চালায়, যাতে কমপক্ষে পাঁচজন নিহত হয়। হামলার পর ইসরাইলি সেনাবাহিনী দাবি করে, তারা হিজবুল্লাহর ব্যবহৃত অস্ত্রের গুদাম এবং সামরিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। গত বছরের নভেম্বরে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি হলেও তা লঙ্ঘন করেই নিয়মিত এমন হামলা চালিয়ে আসছে ইসরাইল।

যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানায়, সোমবার গভীর রাতে ইসরাইলি যুদ্ধবিমান সিরিয়ার বেশ কয়েকটি স্থানে হামলা চালায়, এসব হামলা হোমসে একটি বিমান ঘাঁটি এবং লাতাকিয়ার কাছে একটি সামরিক ব্যারাকে আঘাত হানে। সিরিয়ার পররাষ্ট্র ও প্রবাসী মন্ত্রণালয় এই হামলাকে সার্বভৌমত্বের ‘স্পষ্ট লঙ্ঘন’ এবং জাতীয় ও আঞ্চলিক নিরাপত্তার জন্য ‘প্রত্যক্ষ হুমকি’ বলে নিন্দা জানায়। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এই হামলাগুলোকে সিরিয়ার সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করার লক্ষ্যে ইসরাইলের ‘ক্রমাগত আক্রমণ বৃদ্ধির’ অংশ হিসাবে বর্ণনা করেছে।

আরও পড়ুন

গত বছরের ডিসেম্বরে সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকার পতনের পর থেকেই সিরিয়াজুড়ে এমন হামলা চালিয়ে আসছে ইসরাইল। শুধু তাই নয়, দেশটির সীমান্তবর্তী বেশ কিছু এলাকাও দখলে নিয়েছে ইসরাইলি বাহিনী। সিরিয়ার পর সোমবার রাতে তিউনিসিয়ার সিদি বো সাইদ বন্দরে নোঙ্গর করার সময় গ্লোবাল সুমুদ ফ্লোটিলার (জিএসএফ) প্রধান জাহাজ ফ্যামিলি বোটে একটি সন্দেহভাজন ইসরাইলি ড্রোন আঘাত হানে, যার ফলে জাহাজে আগুন লেগে যায়। যদিও এতে কেউ হতাহত হয়নি, তবে এ ঘটনায় গাজাগামী নৌবহরটিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার কাতারের দোহায় হামলা চালানো হয়। এরপর বুধবার (১০ সেপ্টেম্বর) রাজধানী সানা ও আল-জাওফ প্রদেশে বিমান হামলা চালায় ইসরাইল। হামলার পর ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হামলায় কয়েকজন ৩৫ জন নিহত ও ১৩১ জন আহত হন। নিহতদের মধ্যে বেশ কয়েকজন সাংবাদিক রয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেন্টমার্টিন থেকে ৪০ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

অবশেষে নেপাল থেকে দেশে ফিরলেন ফুটবলাররা

চার আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে নতুন কর্মসূচি

কোক স্টুডিওর নতুন গান ‘লং ‍ডিসট্যান্স লাভ’

তালের পুডিং তৈরির রেসিপি

বিশ্ব স্বাস্থ্য সংস্থা দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলিক যুব কাউন্সিলে সিরাক-বাংলাদেশ