ভিডিও বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

বিএনপি ক্ষমতায় এলে স্বাস্থ্যসেবায় আমূল পরিবর্তন আসবে

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক, সাবেক ছাত্র ও যুবনেতা মুহাম্মদ আফাজ উদ্দিন বলেছেন, আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় এলে স্বাস্থ্যব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে। পাশাপাশি স্বাস্থ্যসেবাকে সার্বজনীন করা হবে, যাতে ধনী-গরীব নির্বিশেষে প্রত্যেকে সমানভাবে উন্নত চিকিৎসা সেবা পেতে পারেন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে মুহাম্মদ ফাউন্ডেশনের উদ্যোগে গরীব ও অসহায় রোগীদের জন্য ২০টি হুইলচেয়ার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হুইলচেয়ার বিতরণ কার্যক্রমকে মানবিক উদ্যোগ হিসেবে উল্লেখ করে আফাজ উদ্দিন বলেন, বিএনপি সবসময় মানবতার পক্ষে কাজ করছে। সমাজের মানবিক দিকগুলোতে জনকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাওয়া আমাদের লক্ষ্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এ ধরনের উদ্যোগ আমরা সবসময় নিয়ে আসছি।

তিনি আরও বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখায় স্বাস্থ্যসেবার বিষয়টি বিশেষভাবে অন্তর্ভুক্ত রয়েছে। জনগণের ভোটে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে স্বাস্থ্যসেবা খাতে বড় ধরনের পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। বিশেষ করে উত্তরার এই কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় হাজারো মানুষকে চিকিৎসা দিয়েছে। আমরা এ হাসপাতালের সাফল্য কামনা করি এবং ভবিষ্যতে এর উন্নয়নে কাজ করার অঙ্গীকার করছি।

আরও পড়ুন

অনুষ্ঠানে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ মিজানুর রহমান বলেন, এই ধরনের সহযোগিতা অব্যাহত থাকলে আমরা রোগীদের আরও উন্নত ও মানসম্মত সেবা দিতে সক্ষম হবো। এসময় হাসপাতালের সহকারী পরিচালক ডা. ওয়াদুদ, সার্জারি বিভাগের প্রধান ডা. মো. নাহিদ সিকদারসহ হাসপাতালের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দক্ষিণখান থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, উত্তরা পশ্চিম থানা বিএনপির যুগ্ম আহবায়ক মো. আলী, আওলাদ হোসেনসহ ঢাকা-১৮ আসনের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের স্বাধীন তদন্ত সার্ভিস গঠনের সিদ্ধান্ত

পঞ্চগড়ে ছাত্রশিবিরের পাঁচ শহিদের কবর জিয়ারত 

রংপুরের পীরগঞ্জ পৌরসভায় বিশুদ্ধ পানি সরবরাহ বন্ধ অতিরিক্ত খরচে কিনতে হচ্ছে পানি

রংপুর পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর কর্মকর্তা কর্মচারীরা গণছুটিতে ৫ লক্ষাধিক গ্রাহকের দুর্ভোগ

একের পর এক নাটকে জুটিবদ্ধ মিম ও তন্ময়

বিশ্বকাপের টিকিটের দাম কমাতে বললেন মামদানি