ভিডিও বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

নতুন তালিকায় বগুড়া-১ আসনে খসড়া ভোট কেন্দ্রের সংখ্যা ১২৫

নতুন তালিকায় বগুড়া-১ আসনে খসড়া ভোট কেন্দ্রের সংখ্যা ১২৫, ছবি সংগৃহীত

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : নতুন প্রকাশিত খসড়া ভোট কেন্দ্রের তালিকা অনুযায়ী বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১২৫টি। এরমধ্যে সোনাতলা উপজেলায় একটি ভোট কেন্দ্রের সংখ্যা বেড়েছে এবং সারিয়াকান্দি উপজেলার একটি ভোট কেন্দ্র রদবদল হয়েছে। ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে এবং জনসাধারণের অবগতির জন্য তা প্রচার করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা। প্রকাশিত খসড়া ভোট কেন্দ্রের তালিকায় কোনও ভোট কেন্দ্রের ওপর আপত্তি থাকলে তা আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে লিখিতভাবে আবেদন দাখিল করতে বলা হয়েছে।

সারাদেশের মতো আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বগুড়া-১ আসনের খসড়া ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। খসড়া তালিকা অনুযায়ী এ আসনের সর্বমোট ভোট কেন্দ্রের সংখ্যা ১২৫টি। এর মধ্যে সারিয়াকান্দি উপজেলার ৭১টি এবং সোনাতলা উপজেলার ৫৪টি। খসড়া তালিকা অনুযায়ী সোনাতলা উপজেলার একটি ভোটকেন্দ্রের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। সেটি হলো শিচারপাড়া বুলজান দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, শিচারপাড়া। এ ভোট কেন্দ্রের ভোটার সংখ্যা ২ হাজার ৩৮১।

উল্লেখ্য যে, গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সোনাতলা উপজেলার মোট ভোটকেন্দ্রের সংখ্যা ছিল ৫৩টি। অপরদিকে সারিয়াকান্দি উপজেলার হিন্দুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন এবং পুরাতন ভবন দুটি কেন্দ্রের একটি ভোটকেন্দ্র বাতিল করা হয়েছে। তার পরিবর্তে শালুখা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র নতুন করে অনুমোদন করা হয়েছে। গত নির্বাচনে হিন্দুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে পুরুষ এবং মহিলা ভিন্ন কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন। নতুন তালিকা অনুযায়ী দুটি ভোট কেন্দ্রে পুরুষ এবং মহিলা একসাথে ভোট দিতে পারবেন।

আরও পড়ুন

হিন্দুকান্দি কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ২ হাজার ২৮০ এবং শালুখা ভোট কেন্দ্রের ভোটার সংখ্যা ২ হাজার ৫৫০ জন। গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও সারিয়াকান্দি উপজেলার ভোট কেন্দ্রের সংখ্যাও ৭১টিই ছিল। সারিয়াকান্দি উপজেলার ১২টি এবং সোনাতলা উপজেলার ৭টিসহ মোট ১৯টি ইউনিয়ন এবং ২টি পৌরসভা নিয়ে গঠিত এ আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭১ হাজার ৪৬২ জন। এর মধ্যে সারিয়াকান্দি উপজেলার মোট ভোটার ২ লাখ ৪২০ এবং সোনাতলা উপজেলার মোট ভোটার ১ লাখ ৭১ হাজার ৪২। এ আসনের সারিয়াকান্দি উপজেলার মোট হিজরা ভোটার সংখ্যা ৫ জন।

সারিয়াকান্দি উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহ্ মো. আহসান হাবিব করতোয়াকে বলেন, আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নতুন খসড়া ভোটকেন্দ্রের তালিকা জনসাধারণের প্রচারের জন্য প্রকাশিত হয়েছে। প্রকাশিত খসড়া ভোটকেন্দ্রের তালিকায় কোনও ভোট কেন্দ্রের ওপর দাবি বা আপত্তি থাকলে তা সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয় অথবা উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যেই লিখিতভাবে আবেদন দাখিল করা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশেষ ক্ষমতা আইনের মামলায় খালাস পেলেন আখতার হোসেন

৪৮তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত, দু’জন আহত

প্রথমবার পডকাস্টে সাদিয়া ইসলাম মৌ

পুলিশের স্বাধীন তদন্ত সার্ভিস গঠনের সিদ্ধান্ত

পঞ্চগড়ে ছাত্রশিবিরের পাঁচ শহিদের কবর জিয়ারত