বগুড়ার শিবগঞ্জে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক হোসনা আফরোজা

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন।
তিনি আজ বৃহস্পতিবার বিভিন্ন ইউনিয়ন পরিষদ, নতুন রাস্তা, পৌরসভা, সহকারী কমিশনারের কার্যালয় ও প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এরপর তিনি উপজেলা পরিষদের নবনির্মিত চারতলা নতুন ভবনের উদ্বোধন করেন। এর আগে তিনি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে পতাকা মঞ্চ উদ্বোধন করেন এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার, অসহায় মহিলাদের স্বাবলম্বীকরণে সেলাইমেশিন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্কুল ব্যাগ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে মতবিনিময় সভায় যোগ দেন।
আরও পড়ুনউপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীনুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান, নির্বাচন অফিসার সাখাওয়াত হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাহবুব মোর্শেদ প্রমুখ।
মন্তব্য করুন