নওগাঁর মান্দায় শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন প্রধান শিক্ষক
 11.09.25_original_1757602270.jpg)
মান্দা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মান্দায় শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন পরানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদ। বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।
এসময় বিদ্যালয় চত্বরে থাকা প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদের মোটরসাইকেলটি শিক্ষার্থীরা আগুন দিয়ে পুড়িয়ে দেয়। সংবাদ পেয়ে মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হন। পরে বিকেল ৩টার দিকে শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করেন প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদ।
আরও পড়ুনবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী জুবাইদ হোসেন জানায়, শিক্ষার্থীদের পরিচয়পত্র দেওয়ার কথা বলে প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ২শ’ টাকা করে নেওয়া হলেও এখন পর্যন্ত তা দেওয়া হয়নি। বিদ্যালয়ের অভ্যন্তরীণ পরীক্ষার জন্য অতিরিক্ত ফি আদায় করা হয়। বিদ্যালয়ে পরিচ্ছন্নতাকর্মী থাকলেও পরিস্কার-পরিচ্ছন্নতার জন্য প্রতিমাসে ৫ টাকা করে আদায় করা হয় প্রত্যেক শিক্ষার্থীদের কাছ থেকে।
মন্তব্য করুন