বগুড়ার সান্তাহারে গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

সান্তাহার (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সান্তাহারে নেশার টাকার জন্য পারিবারিক কলহের জেরে ভাড়া বাড়িতে গলায় ফাঁস দিয়ে জাহাঙ্গীর আলম (৫২) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছে। মৃত জাহাঙ্গীর উপজেলার নসরতপুর ধনতলা গ্রামের মৃত হাকিম প্রামানিকের ছেলে। আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ফাঁড়ি পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সান্তাহার পৌর শহরের তিয়রপাড়া এলকায় একটি বাড়ি ভাড়া নিয়ে স্ব-পরিবারে বসবাস করতেন জাহাঙ্গীর আলম। সম্প্রতি নেশার টাকার জন্য পারিবারের সদস্যদের সাথে জাহাঙ্গীর আলমের কলহ সৃষ্টি হয়। এর জেরে আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে ভাড়া বাড়ির ঘরের তীবের সাথে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
মৃত জাহাঙ্গীর আলমের ছেলে মানিক হোসেন জানান, আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে তিনি নানার বাড়িতে এবং মা তার বোনের বাড়িতে ছিলেন। ফাঁকা বাসায় তার বাবা আত্মহত্যা করেছেন। তার মা দুপুরে ওই বাসায় ফিরে দরজা বন্ধ পেয়ে বহুবার ডাকাডাকি করে না খোলায় জানালায় গিয়ে দেখতে পান গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
আরও পড়ুনসান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বকুল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শজিমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন