ময়মংসিংহের ভালুকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মফস্বল ডেস্ক: ময়মনসিংহের ভালুকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন দুইজন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভরাডোবায় এ দুর্ঘটনা ঘটে।পুলিশ জানায়, দুর্ঘটনাস্থল তাসরিফ কটন মিলের সামনে ঢাকা-ময়মনসিংহে মহাসড়কের সংস্কারের কাজ চলছিলো। তাই এক লেনেই যান চলাচল করছিলো। সকাল আটটার দিকে ঢাকাগামী শ্যামলী ও আয়ান পরিবহণের দুটি বাসের সেখানে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান দুইজন।
আরও পড়ুনতবে তাদের পরিচয় এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ। গুরুতর আহত দশজনকে উদ্ধার করে নেয়া হয় হাসপাতালে। দুর্ঘটনাকবলিত বাস দুটিকে জব্দ করে থানায় নেয়া হয়েছে।
মন্তব্য করুন