ভিডিও শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

রংপুর সিটিতে ১০ হাজার সড়ক বাতি অকেজো, বাড়ছে অপরাধ ও দুর্ঘটনা

রংপুর সিটিতে ১০ হাজার সড়ক বাতি অকেজো, বাড়ছে অপরাধ ও দুর্ঘটনা

রংপুর প্রতিনিধি : রংপুর সিটি কর্পোরেশনের আওতাধীন ২০৭ বর্গকিলোমিটার এলাকায় স্থাপন করা প্রায় ২০ হাজার সড়কবাতির অর্ধেকই দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে আছে। ফলে শহরের কিছু গুরুত্বপূর্ণ সড়ক ও কেন্দ্রীয় এলাকাগুলো আলোকিত থাকলেও অধিকাংশ পাড়া-মহল্লা সন্ধ্যা নামলেই অন্ধকারে নিমজ্জিত হচ্ছে। এর ফলে চুরি, ছিনতাইসহ নানা অপরাধ যেমন বাড়ছে, তেমনি অন্ধকারে দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারী ও যানবাহন চালকরা।

শহরের শালবন, বোতলা, খাসবাগ, হাতিবান্ধা পুল ও খলিশাকুড়ি এলাকার বাসিন্দারা জানান, তাদের এলাকায় দীর্ঘদিন ধরে সড়কবাতি জ্বলছে না। লিখিতভাবে সিটি কর্পোরেশনকে জানালেও কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি। অনেক জায়গায় বাতি থাকলেও নষ্ট, আবার কোথাও বাতিই নেই। ফলে রাতে অন্ধকারে চলাচল দু:সাধ্য হয়ে উঠেছে।

শালবন এলাকার গৃহবধূ সম্পা বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি লাইট জ্বলে তো দশটা নষ্ট পড়ে থাকে। প্রতিদিন অন্ধকার রাস্তায় ভয়ে ভয়ে চলতে হয়। খানা-খন্দে ভরা রাস্তায় দুর্ঘটনার ঝুঁকিও থাকে। দ্রুত লাইটগুলো মেরামত করলে আমাদের ভোগান্তি অনেকটাই কমবে।

রংপুর সিটি কর্পোরেশনের উপ-সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম জানান, স্টোরে থাকা মালামাল শেষ হয়ে যাওয়ায় নষ্ট বাতি মেরামত সম্ভব হয়নি। তবে নতুন বাতি কেনার জন্য টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে। আগামী মাসে মালামাল হাতে পেলেই দ্রুত অকেজো বাতি মেরামত ও নতুন বাতি স্থাপনের কাজ শুরু হবে।

আরও পড়ুন

রংপুর নগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মারুফ আহমেদ বলেন, শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ টহল অব্যাহত রয়েছে। তবে পর্যাপ্ত আলোর ব্যবস্থা ও সিসি টিভি ক্যামেরা স্থাপন করা হলে অপরাধ দমনে আরও কার্যকরভাবে কাজ করা সম্ভব।

অন্ধকার থাকায় অপরাধীরা অনেক সময় সাহসী হয়ে ওঠে। নগরবাসীর দাবি, দ্রুত নষ্ট সড়ক বাতি মেরামত ও নতুন বাতি স্থাপন করে অন্ধকার দূর করা হোক। তাদের মতে, নিরাপত্তা নিশ্চিত করা ও দুর্ঘটনা এড়াতে আলো ফেরানো এখন সময়ের দাবি।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে আসছেন রোনালদো!

শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনবে বিএনপি: আনোয়ারুজ্জামান আনোয়ার 

জাকসু নির্বাচনে শীর্ষ ৪ পদে কে কত ভোট পেলেন?

বাংলাদেশ আনসার ও ভিডিপি কল্যাণ ট্রাস্টের ব্যাংকিং পার্টনার হলো ব্যাংক এশিয়া 

প্রবৃদ্ধির অঙ্গীকারে ন্যাশনাল ব্যাংকের 'ম্যানেজার্স মিট' অনুষ্ঠিত

সাউথইস্ট ব্যাংক পিএলসি-র কর্মকর্তা-কর্মচারীদের কৃতি সন্তানদের এসএসসি ও ও-লেভেলে অসাধারণ সাফল্যের জন্য সম্মাননা প্রদান