ভিডিও শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

বগুড়া-৩ আসন ভোটার ৩ লাখ ৩১ হাজার ৫৪০ জন : কেন্দ্র ১১৮

বগুড়া-৩ আসন ভোটার ৩ লাখ ৩১ হাজার ৫৪০ জন : কেন্দ্র ১১৮

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি) আসনের ভোটার তালিকাসহ খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে মোট ভোটার ৩ লাখ ৩১ হাজার ৫৪০ জন।

এ ছাড়াও এ আসনের মোট কেন্দ্রের সংখ্যা ১১৮ টি। গত বুধবার বগুড়া জেলা সিনিয়র নির্বাচন অফিসার ফজলুল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই ভোটারসহ খসড়া ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে এই খসড়া ভোট কেন্দ্রের ওপর আপত্তি থাকলে তা আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে জেলা নির্বাচন অফিসে লিখিতভাবে আবেদন করতে বলা হয়েছে।

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. ইউনূসের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ ফেব্রুয়ারির মাঝামাঝি ঘোষণার পর নির্বাচন অফিসের কাজের তৎপরতা বেড়ে গেছে। এরই ধারাবাহিকতায় বগুড়া-৩ দুপচাঁচিয়া-আদমদীঘি আসনের ভোটার সহ খসড়া ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়।

খসড়া কেন্দ্রের প্রকাশের তালিকায় মোট ১১৮ কেন্দ্রের মধ্যে দুপচাঁচিয়া ২টি পৌরসভা ও ৬টি ইউনিয়নের মোট কেন্দ্র ৫৭ টি। ভোট কক্ষের সংখ্যা স্থায়ী ৩০১ ও অস্থায়ী ১৫ টিসহ মোট ৩১৬ টি। অপরদিকে এই আসনের আদমদীঘির ১টি পৌরসভা ও ৬ টি ইউনিয়নের  মোট কেন্দ্রের  সংখ্যা ৬১ টি।

আরও পড়ুন

ভোট কক্ষের সংখ্যা  স্থায়ী ৩২৫ টি অস্থায়ী ৩৪ টি মোট ৩৫৯ টি। এই আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩১ হাজার ৫৪০ জন। এর মধ্যে দুপচাঁচিয়া উপজেলায় ১ লাখ ৫৬ হাজার ২০৪ জন। এদের মধ্যে ৭৭ হাজার  ৯শত ৮৯ জন পুরুষ, ৭৮ হাজার ২শ ১৪ জন মহিলা ও হিজড়া ভোটার সংখ্যা ১জন। আদমদীঘি উপজেলায় ভোটার সংখ্যা ১ লাখ ৭৫ হাজার ৩৩৬ জন।

এদের মধ্যে ৮৭ হাজার ৫শ ৭৬ জন পুরুষ, ৮৭ হাজার ৭শ ৫৯ জন মহিলা ও হিজড়া রয়েছে ১জন। গতকাল শনিবার উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ জানান, জেলা নির্বাচন অফিস থেকে এই আসনের মোট ভোটার সংখ্যাসহ খসড়া কেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ভোট কেন্দ্রের ওপর আপত্তি থাকিলে তা আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে জেলা নির্বাচন অফিসে লিখিতভাবে আবেদন করতে বলা হয়েছে। জনসাধারণের অবগতির জন্য তা প্রচারও করা হচ্ছে।

একই সাথে তিনি জানান, নির্বাচনে সুষ্টভাবে ভোটগ্রহনের জন্য প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার নিয়োগের প্রক্রিয়াও শুরু হয়েছে। উপজেলার সকল সরকারি কর্মকর্তাদের কার্যালয় ও প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক ও শিক্ষিকাগণের নামের তালিকা আগামী ৫ অক্টোবরের মধ্যে উপজেলা নির্বাচন অফিস কার্যালয়ে প্রেরণের জন্য পত্র প্রেরণ করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিএল টি-২০ উপলক্ষে নতুন সাজে বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়াম

করতোয়া কুরিয়ারের সাবেক মহা-ব্যবস্থাপক জাহেদুল ইসলামের ইন্তেকাল

বগুড়ায় অবৈধ দোকানীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান

পঞ্চগড়ের বোদায় বীজ বাদাম চাষে আগ্রহী হয়ে উঠেছে কৃষক

বোমার হুমকি, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষকদের আমরণ অনশন

পরিচালকদের কাছে কেন ক্ষমা চাইলেন পপি