বগুড়ায় অবৈধ দোকানীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান

স্টাফ রিপোর্টার : যানজট ও বিড়ম্বনার শহরের নাম বগুড়া। শহরের প্রধান প্রধান সড়কসহ প্রতিটি সড়কই অবৈধ দখলদারের কবলে। এই অবস্থায় আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে সড়কের পাশ থেকে অবৈধ দোকানীদের উচ্ছেদ করা হয়েছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসওয়ার তানজিমুল হকের নেতৃত্বে অধিযান চলাকালে সেনাবাহিনীর ক্যাপ্টেন শাহরিয়ার নেতৃত্বে সেনা সদস্যরা সহায়তা করেন। এ সময় পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক মো. শাহ আলীসহ পুলিশ বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুননির্বাহী ম্যাজিস্ট্রেট তাসওয়ার তানজিমুল হক জানান, যানজট নিরসনে অভিযান চালানো হয়েছে। শহরের কবি নজরুল ইসলাম এবং স্টেশন রোডে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় অবৈধভাবে রাস্তা দখল করে ব্যবসা করায় ৬টি দোকান জব্দ করা হয়েছে। সেই সাথে ২ হাজার ৫শ টাকা জরিমানা করে আদায় করা হয়েছে।
মন্তব্য করুন