পঞ্চগড়ের বোদায় বীজ বাদাম চাষে আগ্রহী হয়ে উঠেছে কৃষক

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের বোদায় বীজ বাদাম চাষে আগ্রহী হয়ে উঠেছে কৃষকরা। বীজ বাদাম লাগানোর উপযুক্ত সময় ভাদ্র মাস। ভাদ্র মাসের শেষের দিকে বীজ বাদাম চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। উপজেলার কমপক্ষে ১০ ইউনিয়নে বীজ বাদাম চাষ হয়ে থাকে।
উপজেলা ঘুরে দেখা যায়, উপজেলার উঁচু জমিগুলোতে বাদাম চাষ হচ্ছে। উপজেলা মাড়েয়া বামনহাট ইউনিয়নের ডাঙ্গা পাড়া গ্রামের বাদাম চাষি ধনেশ চন্দ্র জানান, প্রত্যেক বছর তিনি বীজ বাদাম চাষ করে থাকেন। এ সময় এই বাদাম চাষে তিনি অনেক লাভবান হয়। কারণ রবি মৌসুমে (পৌষ, মাঘ) যে বাদাম চাষ হয় সেই বাদামের বাজার মূল্য থাকে ৩ হাজার থেকে ৩ হাজার ২শ’ টাকা।
আর ভাদ্র মাসের বর্তমানে যে বাদাম চাষ করা হচ্ছে এই বাদাম উত্তেলনের সময় বাজার মূল্য থাকে ১০ থেকে ১২ হাজার টাকা। তবে রবি মৌসুমের চেয়ে এই বাদামের ফলন একটু কম হয়ে থাকে। রবি মৌসুমে যে বাদামের বিঘা প্রতি ফলন হয় ১০/১২ মণ সেই বাদামের এই সময়ে ফলন হয় ৭/৮ মণ।
অপরদিকে কথা হয় বেংহারী বনগ্রাম ইউনিয়নের ছেতনাইপাড়া গ্রামের কৃষক ওসমান গণির সাথে, তিনি জানান, প্রত্যেক বছর তিনি বীজ বাদাম চাষ করে থাকেন। এই বীজ বাদাম তিনি রবি মৌসুমে নিজে রোপণ করেন বাকি গুলো বাজারে বিক্রি করে লাভবান হন।
আরও পড়ুনএ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার মো: আহমেদ রাশেদ উদ নবী জানান, চলতি মৌসুমে বীজ বাদামের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫শ’ ৩৫ হেক্টর জমিতে। বর্তমানে ২শ’ ৫০ হেক্টর জমিতে কৃষকরা বীজ বাদাম চাষ সম্পন্ন করেছেন।
বৃষ্টির জন্য বীজ বাদাম লাগানো একটু বিলম্বিত হচ্ছে তবে এখনো বীজ বাদাম লাগানোর সময় রয়েছে। তিনি আরো বলেন, ভাদ্র মাসের বীজ বাদাম চাষ করে কৃষকরা অনেক লাভবান হয়। তাই এই উপজেলার কৃষকরা দিন দিন বীজ বাদাম চাষে বেশি আগ্রহী হয়ে উঠছেন।
মন্তব্য করুন