ভিডিও রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

উৎসবের আমেজ বগুড়ায়

এনসিএল টি-২০ উপলক্ষে নতুন সাজে বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়াম

এনসিএল টি-২০ উপলক্ষে নতুন সাজে বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়াম। ছবি : মুক্তার শেখ

স্টাফ রিপোর্টার : দীর্ঘ দিন পর বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামে ক্রিকেট ফিরছে। এনসিএল‘র মাধ্যমে বঞ্চিত বগুড়াসহ এই অঞ্চলের ক্রিকেট প্রেমী দর্শক মাতাবে শহীদ চাঁন্দু স্টেডিয়াম। উত্তরাঞ্চলের একমাত্র আন্তর্জাতিক মানের ভেন্যু বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম ফিরছে নতুন সাজে। এনসিএল টি-২০ টুর্নামেন্টকে সামনে রেখে এই ঐতিহাসিক মাঠে করা হয়েছে সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ।

২০০৪ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আয়োজনের মাধ্যদিয়ে আলোচনায় আসে বগুড়ার এই ভেন্যু। এরপর ২০০৬ সালে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ওয়ানডে ও টেস্ট ম্যাচ হয়েছে এই ভেন্যুতে। বিগত আওয়ামীলীগ সরকারের সময় ইন্টারন্যাশনাল খেলাতো দূরের কথা বরং মাঠের ফ্লাড লাইট খুলে নেওয়া হয়েছে। তবে এ মাঠে ঘরোয়া ক্রিকেটের অনেক স্মরণীয় লড়াইও অনুষ্ঠিত হয়েছে।

তবে দীর্ঘ সময় আন্তর্জাতিক খেলা না হওয়ায় ধীরে ধীরে গুরুত্ব হারাতে থাকে এই ক্রিকেট ভেনুটি। ২০২৫ এর এনসিএল টি-২০ উপলক্ষে আবারও নতুন প্রাণ পাচ্ছে স্টেডিয়ামটি। মাঠের আউটফিল্ড সমতল করা, পিচ সংস্কার ও উন্নত মানের কভার বসানোর কাজ চলছে।

আরও পড়ুন

খেলোয়াড়দের জন্য আধুনিক ড্রেসিং রুম, জিমনেসিয়াম ও রেস্ট রুম প্রস্তুত করা হচ্ছে। গ্যালারির সিট মেরামত, ভিআইপি গ্যালারি উন্নয়ন এবং আলোকসজ্জা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। দর্শক ও গণমাধ্যমকর্মীদের সুবিধার্থে প্রেস বক্স ও মিডিয়া সেন্টারেও আনা হচ্ছে আধুনিক পরিবর্তন।

বগুড়ার ক্রিকেটপ্রেমীদের জন্য এটি নিঃসন্দেহে বড়ধরনের সুখবর। দীর্ঘদিন পর স্টেডিয়ামটি আবারও সরব হতে যাচ্ছে ক্রিকেটের উচ্ছ্বাসে। আজ দুপুর দেড়টায় এই মাঠে রংপুর ও সিলেটের মধ্যে টি টুয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বগুড়ার ক্রীড়ামোদী দর্শক মনে করছেন আগামীতে এই মাঠে বিপিএল‘র ম্যাচও আয়োজন করবে বিসিবি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় নদী পারাপার

জয়পুরহাটে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রী খুন, স্বামী গ্রেফতার

রংপুরের পীরগঞ্জে সড়কের গাছ নিলাম নিয়ে আদালতে মামলা

সিরাজগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

পাঁচ হাজার শিক্ষার্থীকে নিজামী ফাউন্ডেশনের ক্যারিয়ার গাইড প্রশিক্ষণ প্রদান

বগুড়ার ধুনটে কিশোর গ্যাংয়ের আতংকে ৫০ পরিবারের মানববন্ধন