করতোয়া কুরিয়ারের সাবেক মহা-ব্যবস্থাপক জাহেদুল ইসলামের ইন্তেকাল

বগুড়া করতোয়া কুরিয়ার সার্ভিসের সাবেক মহা-ব্যবস্থাপক এবং রূপালী ব্যাংকের সাবেক ডিজিএম ও লায়ন্স ক্লাব অব বগুড়ার সাবেক সভাপতি মো. জাহেদুল ইসলাম দুলাল গতকাল শুক্রবার দিবাগত রাত ১টায় ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিলো প্রায় ৭৯ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
বগুড়া শহরের জলেশ্বরীতলাস্থ জেল বাগান লেনের বাসিন্দা জাহেদুল ইসলাম রূপালী ব্যাংকের সাবেক ডিজিএম ছিলেন। চাকরি শেষে তিনি করতোয়া কুরিয়ার সার্ভিসে মহা-ব্যবস্থাপক হিসেবে যোগদান করেন। সেখানে প্রায় কুড়ি বছর মহা-ব্যবস্থাপকের দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি জলেশ্বরীতলা নূর মসজিদ পরিচালনা কমিটির সম্পাদকের দায়িত্ব পালন করেন।
তার নামাজে জানাজা আজ রোববার বাদ জোহর আলতাফুন্নেছা খেলার মাঠে অনুষ্ঠিত হবে। পরে দক্ষিণ বগুড়া গোরস্থানে দাফন করা হবে। মো. জাহেদুল ইসলাম দুলালের মৃত্যুতে শোক প্রকাশ ও তার আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন করতোয়া কুরিয়ার সার্ভিসের সত্ত্বাধিকারী মোজাম্মেল হক, মহা-ব্যবস্থাপক জে কে সাহা, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আলী, ব্যবস্থাপক আনোয়ার হোসেনসহ কুরিয়ারের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
আরও পড়ুনঅনুরূপ শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর পিপি এড. মো. মোজাম্মেল হক, করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ অসিত কুমার সরকার, লায়ন্স ক্লাব অব বগুড়ার সভাপতি প্রকৌশলী লায়ন নজরুল ইসলাম, সেক্রেটারী কাজল কুমার কুন্ডু, লায়ন্স ক্লাব অব আইডিয়ালের সাবেক সভাপতি মাহমুদ হোসেন পিন্টু, লায়ন্স ক্লাব অব বগুড়ার লায়ন মুক্তার আলম, লায়ন একরামুল কবির আহমেদ, লায়ন আবু জাফর মো. রেজা, লায়ন মুঞ্জুরুল হক মুঞ্জু, লায়ন এম এ মান্নানসহ লায়ন্স ক্লাব অব বগুড়ার নেতৃবৃন্দ।
মন্তব্য করুন