ভিডিও সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ার গাবতলীতে বিধবার জমি দখলের চেষ্টায় আদালতে মামলা

বগুড়ার গাবতলীতে বিধবার জমি দখলের চেষ্টায় আদালতে মামলা। প্রতীকী ছবি

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলীতে বিধবার আট শতক দখলীয় জমির দলিল এবং খাজনা-খারিজ থাকা পরেও প্রতিপক্ষরা জোরপূর্বক জমি দখলের চেষ্টার ঘটনায় বগুড়ার গাবতলী সহকারী জজ আদালতে মাফিয়া বেগম বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে গত ২৬আগস্ট উপজেলার নশিপুর ইউনিয়নের বাগবাড়ী গ্রামে।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার নশিপুর ইউনিয়নের বাগবাড়ী গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের স্ত্রী রাশেদা বেগম পৈত্রিক সূত্রে আট শতক জমি পান। একই গ্রামের মৃত ফয়জাল হোসেনের ছেলে বেলাল হোসেন, ফিরোজ ও তার ছেলে (নিষিদ্ধ) ছাত্রলীগ নেতা রাসেলসহ অন্যরা গত মাসের ২৬ আগস্ট বিকেল ৪টায় বিধবার জমি দখলের চেষ্টা করে।

এসময় বিধবার ও জমির ওয়ারিশরা বাধা দিলে তাদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হত্যার হুমকি-ধমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এছাড়াও মৃত ফয়জাল হোসেনের ছেলেরা চলতি মাসের গত ২সেপ্টেম্বর মঙ্গলবার রাতে বাদির জমিতে ১০/১২ ট্রাক বিটবালু ফেলে। এসময় বাদি জানতে পেরে ৯৯৯ অভিযোগ করলে বাগবাড়ী ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলেযায়নি বলে বাদি জানান।

আরও পড়ুন

মাফিয়া বেগম জানান, তার বাবার দুই আনা অংশ হিসেবে মা এই আট শতক জমি পান এবং দলিলমূলে খাজনা-খারিজ পরিশোধ রয়েছে। প্রতিপক্ষরা আমাদের কোন প্রকার আত্মীয়-স্বজন না। কীভাবে ওই আট শতক জমি তারা দাবি করেন। প্রতিপক্ষ বেলালের সাথে মোবাইলে কথা বললে তিনি জানান, বিভিন্ন হাত বদলের পর ২০২৩ সালে আমজাদ ওই আট শতক জমি বিক্রি করলে তা বেলাল ও রাসেল দলিলমূলে কিনে নেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে দুলাভাইয়ের ছুরিকাঘাতে শ্যালক খুন

টাকা ফেরত না দিয়েই চাকরি থেকে অব্যাহতি নিলেন এক ক্বারি শিক্ষক, শর্ত না মেনে চাকরি

বগুড়ায় এবার দেড়শ’ কোটি টাকার আগাম শীতকালিন সবজি চাষের লক্ষ্য

রাকসু নির্বাচনে মোট প্রার্থী ৩০৬ জন : চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ব্যালট নম্বর পেল প্রার্থীরা

বগুড়ার সোনাতলায় গোসাইবাড়ী-হাট করমজা সড়কের বেহাল দশা

যেকোন ইস্যুতে ছাত্রশিবির শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য দেবে : এজিএস মহিউদ্দীন খান