দিনাজপুরের কাহারোলে মাদকসেবীর পাঁচ মাসের কারাদন্ড

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের কাহারোলে এক মাদক সেবনকারীকে ভ্রাম্যমাণ আদালত ৫ মাসের কারাদন্ড দিয়েছেন। গতকাল রোববার রাত আনুমানিক পৌনে ৮টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোকলেদা খাতুন মীম এক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এসময় উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের সুন্দইল গ্রামের হরেন্দ্রনাথ রায়ের ছেলে প্রদীপ কুমার রায়কে (৩২) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পূর্বপাশে সুন্দইল গ্রাম নামক স্থানে মাদকসেবনের দায়ে ৫ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১শ’ টাকা জরিমানা আদায় করেছেন।
আরও পড়ুনকাহারোল থানার ওসি মো. সোহেল রানা জানান, আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে আসামিকে দিনাজপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন