বাংলাদেশের আজ বাঁচা-মরার লড়াই

স্পোর্টস ডেস্ক: হংকংয়ের বিপক্ষে জয়ে শুরুর পর শ্রীলঙ্কার কাছে হেরে সুপার ফোরে ওঠার পথটা কঠিন করে ফেলেছে বাংলাদেশ দল। সমীকরণের কঠিন লড়াইয়ে আগে বাংলাদেশকে এখন লড়তে হবে আফগানিস্তানের বিপক্ষে। লঙ্কানদের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে জাকের আলী অনিক বলেছিলেন, আফগানদের বিপক্ষে জয়ের জন্যই নামবে বাংলাদেশ। আফগানদের বিপক্ষে ম্যাচে লিটন দাস-জাকেররা কেমন করেন সেটাই এখন দেখার অপেক্ষা। আজ রাত সাড়ে ৮টায় আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।
সারা বছর ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলে বেড়ায় আফগান ক্রিকেটাররা। সেই সুবাদে টি-টোয়েন্টি ক্রিকেটে একরকম পরাশক্তিতে পরিণত হয়েছে আফগানিস্তান। সেই প্রভাব স্পষ্ট দুই দলের পরিসংখ্যানেও। এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে দুই দলের ১২ লড়াইয়ে বাংলাদেশের ৫ জয়ের বিপরীতে আফগানরা জয়ের হাসি হেসেছে ৭ ম্যাচে। এই পরিসংখ্যানে স্পষ্ট বাংলাদেশের জন্য আফগানিস্তান হয়ে উঠবে কঠিন প্রতিপক্ষ। পাশাপাশি বাংলাদেশ যেখানে গ্রুপপর্বে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামবে, সেখানে রশিদ খান-মোহাম্মদ নবীদের এটি দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচের পর পাঁচ দিনের বিরতির পর মাঠে নামবে তারা।
আরও পড়ুনমন্তব্য করুন