পানি কমায় স্বস্তিতে তিস্তা পাড়ের বাসিন্দারা

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েকদিনের অব্যাহত বৃষ্টিতে তিস্তার পানি বৃদ্ধি পেলেও আবার নেমে গেছে। মঙ্গলবার তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে সকাল ৬টায় বিপৎসীমার ২৫ সেন্টিমিটার এবং সকাল ৯টায় বিপৎসীমার ২৮ সেন্টিমিটার নিচে তিস্তার পানি প্রবাহিত হচ্ছে। এর আগে সোমবার সকালে ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। বন্যা নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।
তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ, লক্ষীটারী, মর্নেয়া, নোহালি, গজঘন্টা ইউনিয়নের চরাঞ্চল ও নিম্নাঞ্চল প্লাবিত হয়। তবে রাতারাতি পানি নামতে শুরু করায় অনেক জায়গায় পানি কমে গেছে। এতে স্বস্তিতে রয়েছেন তিস্তা পাড়ের বাসিন্দারা।
উপজেলার লক্ষীটারী ইউনিয়নের পশ্চিম ইচলি আরজিনা বেগম (৪৫) বলেন, হঠাৎ পানি বেড়ে গিয়ে গতকাল বাড়ির আঙিনা পর্যন্ত পানি উঠেছিল। আবার পানি নেমে গেছে।
কোলকোন্দ ইউনিয়নের বিনবিনা চরের বাসিন্দা নওশা মিয়া (৬০) বলেন, সোমবার নদীর পানি খুব বাড়ছিল। পরে আবার পানি কমি গেইছে। এখন স্বস্তিতে আছি।
আরও পড়ুনপাউবোর ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যারাজের সব জলকপাট খুলে রাখা হয়েছে। তবে পানি কমলেও যে কোনো সময় পানি বিপৎসীমার ওপরে উঠতে পারে।
এদিকে বন্যা সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী দুই দিন তিস্তার পানি বাড়তে পারে। একইসঙ্গে ধরলা ও দুধকুমার নদীর পানি সতর্কসীমার কাছাকাছি পৌঁছাতে পারে। সকাল ৬টায় কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার নিচে থাকলেও সকাল ৯টায় তা নেমে আসে ১৭ সেন্টিমিটার নিচে।
মন্তব্য করুন