ভিডিও মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

গাজা সিটি দখলে ইসরাইলের চূড়ান্ত অভিযান শুরু

গাজা সিটি দখলে ইসরাইলের চূড়ান্ত অভিযান শুরু, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: গাজা সিটির দখলের লক্ষ্যে বিমান হামলার পাশাপাশি স্থল অভিযান জোরদার করেছে ইসরাইল। আজ মঙ্গলবার গাজা সিটিতে স্থল অভিযানের চূড়ান্ত পর্যায় শুরুর ঘোষণা দিয়েছে ইসরাইলি বাহিনী। বাসিন্দাদের অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দিয়েছে তারা। খবর বার্তা সংস্থারয়টার্সের।

স্থল অভিযানের বিষয়ে প্রাথমিকভাবে খুব কম তথ্য দিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী। তবে তারা জানিয়েছে, তাদের সেনারা গাজা সিটিতে হামাসের অবকাঠামো ভেঙে ফেলা শুরু করেছে।ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ সামাজিকমাধ্যম এক্সে দেওয়া পোস্টে লেখেন, ‘গাজা জ্বলছে’। তিনি বলেন, ‘ইসরাইলের সেনারা হামাসের অবকাঠামোতে কঠোর আঘাত করছে এবং জিম্মিদের মুক্তি এবং হামাসের পরাজয় নিশ্চিত করতে সাহসিকতার সাথে লড়াই করছে।’গাজা সিটির বাসিন্দারা জানিয়েছেন, গত দুই দিনে শহরে বোমাবর্ষণ নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। প্রচণ্ড বিস্ফোরণে কয়েক ডজন বাড়ি ধ্বংস হয়েছে এবং উপকূলে বোমাবর্ষণে ট্যাঙ্ক ও বিমানের সঙ্গে যোগ দিয়েছে নৌবাহিনী।

এদিকে, দুর্নীতি মামলায় সাক্ষ্যগ্রহণের শুরুতে প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, ‘আমরা গাজায় একটি উল্লেখযোগ্য অভিযান শুরু করেছি।’

অন্যদিকে, জাতিসংঘের তদন্তকারীরা বলেছেন, গাজায় ফিলিস্তিনিদের নির্মূল করার লক্ষ্যে ‘গণহত্যা’ চালাচ্ছে ইসরাইল। আর এতে উষ্কানি দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তারা।জাতিসংঘের একটি স্বাধীন তদন্ত কমিশনের ৭২ পৃষ্ঠার প্রতিবেদনিটি প্রকাশিত হয় আজ মঙ্গলবার।

আরও পড়ুন

জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক আইন অনুযায়ী পাঁচটি গণহত্যামূলক কাজের মধ্যে চারটিই করেছে ইসরাইল।

তদন্ত প্রতিবেদন অনুসারে এসব কর্মকাণ্ডের মধ্যে রয়েছে, ফিলিস্তিনিদের হত্যা, ফিলিস্তিনিদের গুরুতর শারীরিক ও মানসিক ক্ষতি করা, ইচ্ছাকৃতভাবে ফিলিস্তিনিদের ধ্বংস করার জন্য পরিকল্পিত পরিস্থিতি তৈরি করা এবং প্রজনন রোধ করা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও ইস্কান্দার মিসাইল প্রদর্শন করলো রাশিয়া

এমি অ্যাওয়ার্ডসে বাজিমাত করলো ‘অ্যাডোলেসেন্স’

ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন পেল ৩৭ প্রতিষ্ঠান

পেটের ভেতর লুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা, রোহিঙ্গা যুবক আটক

ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন ফরিদপুর-৪ আসনে ফিরিয়ে দিতে রুল

সিলেটে হেফাজতে আসামির মৃত্যু, কম্বল পেঁচিয়ে ‘আত্মহত্যা’ দাবি র‌্যাবের