বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে ভারত অঙ্গীকারবদ্ধ: হাইকমিশনার

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, ভারত বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল, ইতিবাচক, গঠনমূলক, ভবিষ্যতমুখী এবং পারস্পরিকভাবে লাভজনক সম্পর্ক বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ। যা পারস্পরিক সম্মান ও সংবেদনশীলতার ভিত্তিতে গড়ে উঠবে। যেখানে দুই দেশের জনগণই হবে এই অংশীদারিত্বের মূল অংশীদার।
মঙ্গলবার ঢাকায় জাতীয় প্রতিরক্ষা কলেজের কোর্সে অংশগ্রহণকারীদের উদ্দেশে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
হাইকমিশনার বলেন, দুই দেশকে তাদের ভৌগোলিক নৈকট্য, অর্থনৈতিক সক্ষমতা এবং ভবিষ্যৎ আকাঙ্ক্ষাকে কাজে লাগিয়ে পারস্পরিকভাবে লাভজনক নতুন সুযোগ সৃষ্টির মাধ্যমে আন্তঃনির্ভরতা আরও জোরদার করতে হবে। ‘প্রতিবেশী প্রথম’, ‘অ্যাক্ট ইস্ট পলিসি’, মহাসাগর নীতি এবং ভারতের ইন্দো-প্যাসিফিক ভিশনের আওতায় বাংলাদেশ ভারতের অন্যতম অগ্রাধিকার।
আরও পড়ুনএসময় ভারতের পররাষ্ট্রনীতি ও উন্নয়ন কৌশল তুলে ধরে তিনি বলেন, আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা, বৈশ্বিক শাসন কাঠামোর সংস্কার এবং গ্লোবাল সাউথের স্বার্থ রক্ষার লক্ষ্যে ভারতের বিশ্বব্যাপী সম্পৃক্ততা ক্রমশ বাড়ছে। ভারতের এ ধরনের উদ্যোগ অন্তর্ভুক্তিমূলক, টেকসই এবং দ্রুত জাতীয় উন্নয়ন অর্জনের লক্ষ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
প্রণয় ভার্মা আরও বলেন, দক্ষিণ এশিয়ার দুটি গুরুত্বপূর্ণ অর্থনীতি হিসেবে ভারত ও বাংলাদেশ বিমসটেক কাঠামোর অধীনে আঞ্চলিক সংহতির প্রধান চালিকাশক্তি। ঢাকায় সদরদপ্তর থাকা এই জোট দক্ষিণ এশিয়ার প্রবৃদ্ধির সম্ভাবনাকে দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে যুক্ত করার লক্ষ্য নিয়েই কাজ করছে।
মন্তব্য করুন