বিউটি পার্লারের আড়ালে মাদক ব্যবসা
বগুড়ায় ২৪শ’ পিস ইয়াবা উদ্ধার দুই নারীসহ তিনজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার: জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বগুড়ার মাদক বিরোধী অভিযানে দুই হাজার চারশ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। ডিবি সূত্র জানায়, গতকাল সোমবার সন্ধ্যা ৬ টার দিকে ডিবির একটি টিম শহরের নামাজগড় এলাকার মুনসুর রহমানের ৫ তলা বিল্ডিং এর ২য় তলায় অভিযান চালিয়ে ওই পরিমাণ ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। তারা বিউটি পার্লারের আড়ালে ইয়াবা কেনা-বেচা করতো বলে তথ্য পাওয়া গেছে।
গ্রেফতারকৃতরা হলো, কাহালু উপজেলার খাড়িয়া নিশিন্দারা মধ্যপাড়ার আকরাম হোসেনের ছেলে আবু দারদা ওরফে সজিব (৩১), একই উপজেলার ধামাই প্রামানিক পাড়া এলাকার আবু বক্কর সিদ্দিকের স্ত্রী আর্জিনা বেগম (৩৫) ও বগুড়া সদরের ফাঁপোর মধ্যপাড়ার সৌরভ সরকারের স্ত্রী রিমা খাতুন (২৮)। অভিযানকালে তাদের হেফাজত থেকে ২ হাজার ৪শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ডিবির ওসি মো: ইকবাল বাহার জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে আসামি সজিবের বিরুদ্ধে আরও ১টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।
আরও পড়ুনঅভিযানে অংশ নেয়া ডিবির এস আই আব্দুল কুদ্দুস জানান, গ্রেফতারকৃতদের মধ্যে আর্জিনা বেগম স্বামী দেশের বাইরে থাকায় মেয়েকে নিয়ে ভাড়াবাসায় বসবাস করে। সে সদরের কৈচড় এলাকায় রিমা খাতুনের সঙ্গে বিউটি পার্লারের কাজ করে। ওই পার্লারে কাজের আড়ালে তারা ইয়াবা বিক্রি করে আসছিল। সজিব তাদের ইয়াবার ডিলার। সজিবের কাছ থেকেই তারা ইয়াবা সংগ্রহ করতো।
মন্তব্য করুন