ভিডিও বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

দিনাজপুরের হাকিমপুরে ১০ লাখ টাকা নিয়ে পালিয়ে গেছে ভুয়া এনজিও

দিনাজপুরের হাকিমপুরে ১০ লাখ টাকা নিয়ে পালিয়ে গেছে ভুয়া এনজিও

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের হাকিমপুরে ঋণ দেয়ার কথা বলে সঞ্চয়ের অন্তত ১০ লাখ টাকা হাতিয়ে নিয়ে পালিয়েছে আইডিএফএন সংস্থা নামের একটি ভূয়া এনজিও। ভোক্তভোগীরা ঋণ নিতে অফিসে গেলে তালা বন্ধ দেখতে পান।

প্রতিকার পেতে একই দিন থানায় লিখিত অভিযোগ করেন। জানা গেছে, চলতি সেপ্টেম্বর মাসের ৪ তারিখ উপজেলার সাতকুড়ি বাজারে তিন কক্ষের একটি অফিস মাসিক ৬ হাজার টাকায় মৌখিক চুক্তিতে ভাড়া নেয় মাজহারুল ইসলাম ও জাহাঙ্গীর আলম নামের দু’জন ব্যক্তি। সেখানে আইডিএনএফ সংস্থা নামের একটি এনজিও গড়ে তোলেন।

মাত্র ৫ শতাংশ হারে দু’বছর মেয়াদী ঋণ দেয়ার প্রলোভন দিয়ে উপজেলার বিভিন্ন গ্রামে গিয়ে সমিতি করেন এবং কমপক্ষে ১ লাখ করে ঋণ দেওয়া হবে জানিয়ে প্রত্যেকের কাছ থেকে ১০ থেকে ২০ হাজার টাকা সঞ্চয় আদায় করেন। গত রোববার বিকেলে ঋণ বিতরণ করার কথা ছিল। কিন্তু ঋণ প্রত্যাশীরা এসে দেখের অফিসে তালা ঝুলছে। আশেপাশের লোকজন জানায় সকাল থেকে ওই অফিস তালাবন্ধ।

অফিসের লোকের নম্বরে একাধিকবার ফোন দিলে তাদের নম্বর বন্ধ পাওয়া যায়। এরপর তারা বুঝতে পারেন তাদের সাথে প্রতারণা করা হয়েছে। প্রতারণার বিষয়টি এলাকায় জানাজানি হলে প্রতিকার পেতে ৭৯ জনের ৪ সমিতির সভাপতি থানায় লিখিত অভিযোগ করেন। উপজেলার আলিহাট গ্রামের আামিরুল ইসলাম জানান, তিনি ওই এনজিওর জবা সমিতির সভাপতি। তার সমিতিতে ২৬ জন সদস্য আছে। প্রত্যেকের কাছ থেকে ১০ টাকা সঞ্চয় নিয়েছে। এনজিও পালিয়েছেন শুনে থানা লিখিত অভিযোগ দিয়েছি।

আরও পড়ুন

বাড়ির মালিক রিয়াজুল আলম জানান, আইডিএফএন সংস্থা নামের  এনজিওর দুই ব্যক্তি চলতি মাসের ৩ তারিখে ভাড়া নিতে আসেন এবং মাসিক ৬ হাজার টাকা মৌখিক ভাড়া চুক্তি হয়। লিখিত চুক্তি করতে চাইলে চলতি মাসের শেষের দিকে ঢাকা থেকে বড় স্যার আসবে তখন লিখিত চুক্তি করার কথা জানান। গত রোববার সকাল থেকে দেখি অফিসে তালা ঝুলছে। মনে করেছিলাম তারা ফিল্ডে গেছে। বিকেলে শুনি তারা বিভিন্ন জনের কাছ থেকে ঢাকা নিয়ে পালিয়েছে।

হাকিমপুর থানা ওসি নাজমুল হক জানান, ঋণ দেওয়ার কথা বলে আইডিএফএন সংস্থা নামের একটি ভূয়া এনজিও সঞ্চয়ের টাকা নিয়ে উধাও হয়েছে। গত রোববার সন্ধ্যায় ৪টি সমিতির সভাপতি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সমিতির সভাপতির দেওয়া তথ্য মতে ৭৯ জনের তথ্য পাওয়া গেছে যারা প্রতারণার শিকার হয়েছেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করেছে। প্রতারণার শিকার হওয়ার ব্যক্তির সংখ্যা আরও বাড়তে পারে বলে প্রাথমিকভাবে ধরণা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটের মাধ্যমে জনগণের প্রতিনিধি নির্বাচনের সুযোগ এসেছে : গণসংযোগে সাবেক এমপি সিরাজ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, ৩ বাংলাদেশি গ্রেফতার

আসন্ন দুর্গাপূজা উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে - মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা 

গাইবান্ধার সাঘাটায় বালু ব্যবসায়ীর ৫ লাখ টাকা জরিমানা

নওগাঁয় গাঁজাসহ গ্রেফতার ৩

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন মামলায় যুবকের যাবজ্জীবন