ভিডিও শনিবার, ২৩ আগস্ট ২০২৫

ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ

ছবি : সংগৃহিত,ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক : ইরান ও ইসরায়েলের মধ্যে দ্বিতীয় দিনের মতো পাল্টাপাল্টি হামলার মধ্যে ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

শনিবার বিমানবন্দরের মুখপাত্র লিসা ডাইভার বলেন, বিমানবন্দরটি কবে বা কোন দিনে আবার চালু হবে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এ ঘোষণা ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনাপূর্ণ সংঘর্ষের প্রেক্ষাপটে এলো, যেখানে দু’দেশই একে অপরের ওপর হামলা চালিয়ে যাচ্ছে।

এদিকে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, শুক্রবার রাতে ইরানের ওপর ইসরায়েলি হামলার জবাব শেষ হয়নি। বরং ইসরায়েলের বিরুদ্ধে ইরানের হামলা চলবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে ওই কর্মকর্তা জানিয়েছেন, ভবিষ্যতে ইরান ওই অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোও লক্ষ্যবস্তু করতে পারে।

আরও পড়ুন

শুক্রবার সন্ধ্যা থেকে এখন পর্যন্ত পাঁচ দফায় ইসরায়েলের দিকে দেড় শতাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তেহরান। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এবং ইরানি মিডিয়ার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে জেরুজালেম পোস্ট ও রয়টার্স।

ইসরায়েলের তেল আবিব, জেরুজালেমসহ বিভিন্ন শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। রিশন লেজিওন ও আশপাশের এলাকায় মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে। জরুরি উদ্ধারকারী বাহিনী ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার অভিযান চালাচ্ছে।

সূত্র: এএফপি, আল-জাজিরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুবিধাবাদী রাজনীতি করলে মন্ত্রী হতাম, শতকোটি টাকার মালিক থাকতাম: নুর

নির্বাচনের জন্য পুরোদমে কাজ চলছে: সিইসি

বুন্দেসলিগায় হ্যারি কেনের হ্যাটট্রিকে বায়ার্ন মিউনিখের জয়

যুক্তরাষ্ট্রে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় নিহত ৫

মাইলস্টোন ট্র্যাজেডিতে এক মাস পর আরও এক শিক্ষার্থীর মৃত্যু

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে ঢাকায় আসছেন আজ