বগুড়ার সারিয়াকান্দিতে ডিগ্রি পরীক্ষার উত্তরপত্র চুরির দেড় ঘণ্টার মধ্যে উদ্ধার

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: সারিয়াকান্দিতে ২০২৩ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্সের ৩য় বর্ষের পরীক্ষার উত্তরপত্র চুরির ঘটনা ঘটেছে। চুরি যাওয়া উত্তরপত্র দেড় ঘণ্টার মধ্যেই উদ্ধার করেছে কলেজ কর্তৃপক্ষ। চুরির ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীকে বহিঃস্কার করা হয়েছে। দায়িত্বে অবহেলার কারণে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে পরীক্ষা হল কর্তৃপক্ষকে।
জানা গেছে, বগুড়া সারিয়াকান্দি ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্রে ২০২৩ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষের বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ কেন্দ্রে গতকাল সোমবার ইংরেজি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা সমাপ্ত হলে ৫১ নম্বর কক্ষে উত্তর পত্র গণনা করে একটি উত্তপপত্র কম পাওয়া যায়। সেখানে ৪৬ জন শিক্ষার্থীর বিপরীতে ৪৫ জন শিক্ষার্থী তাদের উত্তরপত্র জমা দিয়েছে। একজন উত্তরপত্র প্রদান করেনি। এ ঘটনায় তদন্ত শুরু করে কলেজ কর্তৃপক্ষ।
পরে তদন্তে বেরিয়ে আসে সদর ইউনিয়নের দীঘলকান্দি গ্রামের জাহাবুল মিয়া উত্তর পত্র জমা দেয়নি বরং সে কৌশলে উত্তরপত্র নিয়ে পালিয়ে যায়। তার রোল নম্বর ৩০৫২৬৩৬ এবং রেজিস্ট্রেশন নম্বর ২০১০১১০৬৮২৪। পরে এক ঘণ্টার অভিযানে ওই শিক্ষার্থীর কাছ থেকে উত্তরপত্র উদ্ধার করতে সক্ষম হয়েছে সারিয়াকান্দি ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ।
আরও পড়ুনসারিয়াকান্দি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্র সচিব আনোয়ারুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি প্রতিবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর প্রেরণ করা হয়েছে। উত্তর পত্র নিয়ে পালিয়ে যাওয়া শিক্ষার্থীকে তাৎক্ষণিক বহিষ্কার করা হয়েছে।
এ ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে সংশ্লিষ্ট কক্ষ পরিদর্শক সাবিনা ইয়াসমিন এবং কল্পনা রাণীকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন