ভিডিও বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

দুপচাঁচিয়ায় অকেজো সিসি ক্যামেরাগুলো  এক বছরেও মেরামত করা হয়নি 

ছবি : সংগৃহীত,দুপচাঁচিয়ায় অকেজো সিসি ক্যামেরাগুলো  এক বছরেও মেরামত করা হয়নি 

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি ঃ দুপচাঁচিয়া উপজেলায় যে কোনো অপরাধ নিয়ন্ত্রন করতে পুরো উপজেলা সিসি ক্যামেরার আওতায় আনা হলেও অকেজো ক্যামেরাগুলো দীর্ঘ প্রায় এক বছরেও মেরামত না করায় পরিত্যক্ত অবস্থায় ঝুলে রয়েছে। ফলে আইন শৃঙ্খলা রক্ষায় তা কোনো কাজে আসছে না। 

উপজেলার বিভিন্ন এলাকায় অপরাধমুলক কর্মকান্ড নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে দুপচাঁচিয়া পৌরসভা, থানা পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধিগণ দুপচাঁচিয়া ও তালোড়া ২টি পৌরসভাসহ বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা স্থাপন করেন। এছাড়াও উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরার আওতায় আনা হয়। ফলে অপরাধীরা উপজেলায় আর কোন প্রকার অপরাধ করার নিরাপদ বোধ না করায় মটর সাইকেল চুরিসহ বিভিন্ন অপরাধ বহুলাংশে কমে যায়। গত বছর জুলাই আন্দোলনে সিসি ক্যামেরা গুলো কে বা কাহারা ভাংচুর করে।

এরপর দীর্ঘ প্রায় এক বছর অতিবাহিত হলেও সিসি ক্যামেরাগুলো মেরামত করা হয়নি। ফলে ক্যামেরাগুলো পরিত্যাক্ত অবস্থায় বৈদ্যুতিক খুটি, বিভিন্ন মোড়ে দ্বিতল ভবনের ছাদের কার্নিশে ঝুলন্ত অবস্থায় রয়েছে। ফলে যেকোনো অপরাধ সংগঠিত করে অপরাধীরা নির্বিঘ্নে নিরাপদে পালিয়ে যেতে সক্ষম হচ্ছে।  বৃহস্পতিবার এ বিষয়ে পৌরসভার নির্বাহী প্রকৌশলী আহমেদ কামরুল হাসান জানান, পৌরসভার অর্থায়নে পৌরসভার বিভিন্ন স্পর্শকাতর এলাকায় স্থাপন করা সিসি ক্যামেরগুলো কে বা কাহার সম্পূর্ন ভেঙ্গে ফেলেছে, কেউ কেউ তা খুলেও নিয়ে গেছে। পৌর সভার এসব এলাকায় নতুনভাবে সিসি ক্যামেরা স্থাপন করার পরিকল্পনা পৌর সভার আপাতত নেই।

আরও পড়ুন

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটের মাধ্যমে জনগণের প্রতিনিধি নির্বাচনের সুযোগ এসেছে : গণসংযোগে সাবেক এমপি সিরাজ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, ৩ বাংলাদেশি গ্রেফতার

আসন্ন দুর্গাপূজা উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে - মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা 

গাইবান্ধার সাঘাটায় বালু ব্যবসায়ীর ৫ লাখ টাকা জরিমানা

নওগাঁয় গাঁজাসহ গ্রেফতার ৩

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন মামলায় যুবকের যাবজ্জীবন