ভিডিও শনিবার, ০২ আগস্ট ২০২৫

ভারতে সফরে আসছেন মেসি, কোহলি-ধোনিদের সঙ্গে খেলবেন ক্রিকেট!

ভারতে সফরে আসছেন মেসি, কোহলি-ধোনিদের সঙ্গে খেলবেন ক্রিকেট!

ভারতীয় ক্রীড়ামোদীদের জন্য দারুণ সুখবর; বিশেষ করে ফুটবলপ্রেমীদের জন্য। কেননা তাদের দেশেই আসছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসি।

ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ইতিহাসের অন্যতম এই সেরা ফুটবলার আগামী ডিসেম্বরের মাঝামাঝিতে ভারতে আসবেন। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে মেসির।

মেসির আগমন ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের ভেন্যু ওয়াংখেড়ে স্টেডিয়ামের গৌরবময় রেকর্ডে ভিন্ন ও রঙিন অধ্যায় যোগ করবে।

আর্জেন্টাইন তারকার আগমনের বিষয়টি ভারতীয় গণমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’কে নিশ্চিত করেছে ওয়াংখেড়ে স্টেডিয়ামের একটি সূত্র।

সূত্রের উদ্ধৃতি দিয়ে টাইমস অব ইন্ডিয়া বলেছে, ‘হ্যাঁ, মেসি ১৪ ডিসেম্বর একটি অনুষ্ঠানে অংশ নিতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে আসছেন। অনুষ্ঠানটি টিকিট কেটে দেখা যাবে বলে জানা গেছে এবং এর জন্য আয়োজক সংস্থা অনুমতি চেয়েছে। মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের অ্যাপেক্স কাউন্সিলের সাম্প্রতিক এক সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয় এবং অনুমতি প্রদান করা হয়। এই অনুষ্ঠানে কয়েকজন সুপারস্টার ক্রিকেটারও উপস্থিত থাকতে পারেন।

ভারতীয় ক্রিকেটারদের ভক্ত বিশ্বজুড়েই রয়েছে। খোদ ভারতে ক্রিকেট নিয়ে ভক্ত-সমর্থকদের কী পরিমাণ আবেগ, তা হয়তো কারোই অজানা নয়। সে হিসেবে ভারতকে ক্রিকেটের অন্যতম স্বর্গ বললেও অত্যক্তি হবে না।

কেমন হয়, যদি মেসি ভারতে এসে ক্রিকেট খেলেন! কোনো কোনো ভ্ক্ত হয়তো তর্কযোগ্যভাবে ফুটবলের ইতিহাসের সেরা তারকাকে ব্যাট হাতে এক নজর দেখার অপেক্ষা করছেন বহুদিন ধরে। এবার তাদের সেই আকাঙ্ক্ষা পূরণের আভাসও দিয়েছে ভারতীয় গণমাধ্যম ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’।

আরও পড়ুন

ওয়াংখেড়ে স্টেডিয়ামের এক সূত্র দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-কে বলেন, ‘মেসি ১৪ ডিসেম্বর ওয়াংখেড়ে স্টেডিয়ামে থাকবেন। তিনি সাবেক ও বর্তমান ক্রিকেটারদের সঙ্গে একটি ক্রিকেট ম্যাচেও অংশ নিতে পারেন। সবকিছু চূড়ান্ত হলে আয়োজকরা সম্পূর্ণ সূচি প্রকাশ করবে।

টাইমস অব ইন্ডিয়ার খবরে আরও বলা হয়েছে, ১৩ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে মেসি কলকাতা, দিল্লি এবং মুম্বাই- এই তিন শহর সফর করবেন। সেখানে তার ক্রীড়াজীবন ও খেলায় অবদানের জন্য নানা অনুষ্ঠান আয়োজিত হবে। কলকাতার ইডেন গার্ডেন্সে তাকে সংবর্ধনা দেওয়া হবে এবং অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকতে পারেন।

কলকাতা সফরের সময় শিশুদের জন্য একটি ফুটবল কর্মশালায় অংশ নেবেন মেসি এবং একটি ফুটবল ক্লিনিক চালু করবেন।

তবে এবারই প্রথম নয়, এর আগে ২০১১ সালের সেপ্টেম্বরে একবার ভারতে এসেছিলেন মেসি। সে সময় কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলে আর্জেন্টিনা।

৩৮ বছর বয়সী মেসি বর্তমানে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মিয়ামিতে খেলছেন। ২০২২ সালে আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বকাপ জেতান আটবারের ব্যালন ডি’অরজয়ী তারকা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

র‌্যাব-১৩ এবং র‌্যাব-১’র যৌথ অভিযানে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

৫ আগস্টের মধ্যেই জুলাই ঘোষণাপত্র: তথ্য উপদেষ্টা

পাবনার সুজানগরে ইতিহাস খ্যাত এক জমিদার আজিম চৌধুরী

সিরাজগঞ্জের চৌহালীতে ৪ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর সম্প্রসারণের উদ্যোগ নেয়া হবে : নৌ পরিবহণ উপদেষ্টা এম সাখাওয়াত

একটি দেশের স্বাধীনতা একবার হয়, দুইবার নয় : ইকবাল হাসান মাহমুদ টুকু