ভিডিও বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

জিতল রিয়াল, পেনাল্টিতে জোড়া গোল এমবাপ্পের

জিতল রিয়াল, পেনাল্টিতে জোড়া গোল এমবাপ্পের, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক: কিলিয়ান এমবাপ্পের গোলের ধারাবাহিকতা চলছেই। চ্যাম্পিয়নস লিগে এসেও গোলের নেশা কাটছে না ফরাসি তারকার। এমবাপ্পের জোড়া পেনাল্টি গোলে পিছিয়ে পড়েও মার্সেইয়ের বিপক্ষে ২-১ গোলে জিতল ১০ জনের রিয়াল মাদ্রিদ।

ম্যাচে একচেটিয়া দাপট দেখায় রিয়াল। তাতে ৪০ শতাংশের একটু বেশি সময় পজেশন রেখে গোলের জন্য ২৮টি শট নিয়ে ১৫টি লক্ষ্যে রাখতে পারে স্প্যানিশ জায়ান্টরা। আর মার্সেইয়ের ১৫ শটের পাঁচটি ছিল লক্ষ্যে।

ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ করে যায় রিয়াল। কিন্তু কখনো বাহিরে মেরে, কখনো গোলকিপারের হাতে, কখনো পোস্টে বল লেগে তাদেরকে আশাহত হতে হয়। বিপরীতে মার্সেই ২২তম মিনিটে লক্ষ্যে প্রথম শটেই এগিয়ে যায়।মাঝমাঠে ডিন হাউসেনের ছোট পাস ঠিকমতো নিয়ন্ত্রণে নিতে পারেননি আর্দা গিলের। বল কেড়ে নিয়ে দ্রুত আক্রমণে ওঠেন ম্যাসন গ্রিনউড। ডি-বক্সের মুখে গিয়ে তিনি পাস দেন ডান দিকে, আর বল ধরেই জোরাল শটে রেয়ালকে হতভম্ব করে দেন টিম ওয়েহ।

আরও পড়ুন

২৮তম মিনিটেই অবশ্য গোল শোধ করে রিয়াল। ডি-বক্সে রদ্রিগো ফাউলের শিকার হলে পেনাল্টি পেয়ে গোল করেন এমবাপ্পে। বিরতির পর দশজনের দলে পরিণত হয় রিয়াল। ৭০তম মিনিটে প্রতিপক্ষ গোলকিপারকে গুতো মেরে লাল কার্ড দেখেন কারভাহাল। এরপর ৮১তম মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন এমবাপ্পে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জন্মদিনে ‘বন্ধু’ মোদিকে ট্রাম্পের ফোন

অবৈধ বেটিং অ্যাপ মামলায় বিপাকে সোনু সুদ

জুলাই সনদ বাস্তবায়নে ৪ পদ্ধতির পক্ষে মত দিলেন বিশেষজ্ঞরা

শ্রীপুরের ৪ ইউনিয়নে কৃষক দলের কমিটি ঘোষণা

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ৪৭০

তিন ঘণ্টা বন্ধ থাকার পর সাত রাস্তায় যানবাহন চলাচল শুরু