ভিডিও বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

ক্যাম্পাসে ফিরলেন শিক্ষার্থীরা

তিন ঘণ্টা বন্ধ থাকার পর সাত রাস্তায় যানবাহন চলাচল শুরু

তিন ঘণ্টা বন্ধ থাকার পর সাত রাস্তায় যানবাহন চলাচল শুরু, ছবি: দৈনিক করতোয়া ।

ছয় দফা দাবিতে আন্দোলনরত পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সাতরাস্তা মোড় অবরোধ শেষে নিজের ক্যাম্পাসে ফিরে গেছেন। প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর দুপুর ২ টার দিকে সাত রাস্তার উভয় পাশে সড়ক দিয়ে যানবাহন চলাচল শুরু হয়েছে।বুধবার বেলা ১১ টার পর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় অবরোধ করেন। এতে করে এই এলাকায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে তাদের দাবি দেওয়ার পক্ষে স্লোগান দিতে থাকেন। পাশাপাশি বুয়েটের পক্ষ থেকে উত্থাপিত তিন দফা দাবিকে অযৌক্তিক আখ্যা দিয়ে সেগুলো প্রত্যাখ্যানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

অবস্থান কর্মসূচি শেষ করার আগে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে কারিগরি শিক্ষার্থী আন্দোলনের সভাপতি সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন। সেখানে তারা নতুন করে চারটি দাবি উত্থাপন করেন।

প্রকৌশল অধিকার আন্দোলন কর্তৃক ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করা ও গলাকেটে হত্যার হুমকি প্রদানকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক তিন দফা দাবির পক্ষে পরিচালিত সব কার্যক্রম রাষ্ট্র কর্তৃক অবিলম্বে বন্ধ করতে হবে। কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের উত্থাপিত যৌক্তিক ছয় দফা দাবির রূপরেখা ও সুপারিশ অনুযায়ী পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে। ইঞ্জিনিয়ারিং ওয়ান-চ্যানেল এডুকেশন চালু করতে হবে।

তেজগাঁও বিভাগের পুলিশের উপ-কমিশনার ইবনে মিজান বলেন, শিক্ষার্থীদের সঙ্গে আলাপ আলোচনা শেষে তাদেরকে ক্যাম্পাসে ফিরে যেতে বলা হলে তারা ফিরে গেছেন। এখন যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। আন্দোলনে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, বাংলাদেশ গ্লাস অ্যান্ড সিরামিক ইনস্টিটিউট ও একটি প্রাইভেট পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষকরা সংহতি জানিয়েছেন।

আরও পড়ুন

এর আগে, মঙ্গলবার দুপুরেও সাতরাস্তা মোড় এলাকায় বিক্ষোভ করে পলিটেকনিক শিক্ষার্থীরা। প্রায় আধঘণ্টা অবস্থানের পর ক্যাম্পাসে ফিরে যায় শিক্ষার্থীরা।

দীর্ঘদিন থেকে ডিপ্লোমা শিক্ষার্থীরা তাদের দাবিগুলো নিয়ে আন্দোলন করে আসছেন। দাবিগুলো হলো-জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ পদোন্নতি কোটা বাতিল, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল, ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন, ২০২১ সালে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল ও নিয়োগবিধি সংশোধন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আখাউড়ায় অবৈধ লেভেল ক্রসিং বন্ধ করতে আসায় ট্রেন আটকে দিলো এলাকাবাসী

রিজিক নিয়ে ভক্তদের প্রশ্ন, যা জানালেন তামিম মৃধা

পাকিস্তানের অবস্থান বদলের পর ভারতের নতুন সিদ্ধান্ত

দুর্গাপূজায় অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রস্তুত: আইজিপি

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে অ্যাপ খোলা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

১০ টাকায় ইলিশ বিতরণের ঘোষণা দিয়ে বিপাকে এমপি প্রার্থী রায়হান জামিল