ভিডিও বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

জেমস বন্ডের রূপে ধরা দেবেন রণবীর!

অভিনেতা রণবীর সিং।

বলিউড অভিনেতা রণবীর সিং ভিন্ন ধরনের অভিনয় দিয়ে দর্শককে মুগ্ধ করেন প্রতিটি সিনেমায়। বর্তমানে তার আসন্ন সিনেমা 'ধুরন্ধর' নিয়ে ব্যস্ত আছেন তিনি। এদিকে, বলিউডের 'ডন' ফ্র্যাঞ্চাইজি নিয়ে ভক্তদের উন্মাদনার শেষ নেই। কবে থেকে শুরু হবে ছবিটির শুটিং, তা নিয়ে ভক্তদের অপেক্ষার যেন অন্ত নেই। 

শোনা যাচ্ছে, আগামী ১৫ অক্টোবর ‘ধুরন্ধর’-এর শুটিং শেষ করবেন রণবীর সিং। এর পর আগামী জানুয়ারি থেকেই ফারহান আখতারের ছবির শুটিং শুরু করবেন। তার আগে ‘ধুরন্ধর’-এর শুটিং শেষ করেই ‘ডন থ্রি’-এর জন্যও প্রস্তুতি নিতে শুরু করবেন রণবীর। এখানেই শেষ নয়, শোনা যাচ্ছে এবার নাকি ‘ডন থ্রি’-তে একেবারে অন্যরকমভাবে রণবীরকে পাবেন দর্শক। জেমস বন্ডের আদলে এই ছবিতে দেখা দেবেন রণবীর। ছবিতে তার সঙ্গে দেখা যাবে কৃতি শ্যাননকেও।

আরও পড়ুন

উল্লেখ্য, ‘ধুরন্ধর’ ছবিতে রণবীরের অংশের শুটিং শেষ হলেও বাকি অংশের শুটিং চলবে আরও বেশ কিছুদিন। এরপর ছবির পোস্ট প্রোডাকশন এবং ছবির বেশ কিছু কাজ শেষ করতে লাগবে আরও খানিকটা সময়। আগামী ৫ ডিসেম্বর বড় পর্দায় ‘ধুরন্ধর’ ছবির হাত ধরে আবারও অ্যাকশন লুকে ধরা দেবেন রণবীর সিং। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের রাজারহাটে অবৈধ জাল জব্দ করে আগুনে পুড়ে ধ্বংস

ঠাকুরগাঁওয়ে বিষাক্ত সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

বগুড়ায় বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল বারী ঈসার ইন্তেকাল

লালমনিরহাটে তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই নিম্নাঞ্চলের মানুষকে সতর্ক থাকার পরামর্শ

পাসপোর্ট ছাড়া জেদ্দা গিয়ে আটক বিমানের পাইলট

জুলাই সনদ দৃশ্যমান বিচার ও পিআর পদ্ধতিতে নির্বাচন দিন : আবিদুর রহমান সোহেল