আশা করছি রাকসু ও চাকসু নির্বাচন ভালোভাবেই সম্পন্ন হবে : শিক্ষা উপদেষ্টা

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার বলেছেন, রাকসু ও চাকসু নির্বাচন নিয়ে অনেক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। প্রতিষ্ঠান দুটিতে আশা করছি ভালোভাবেই নির্বাচন সম্পন্ন হবে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রাকসু ও চাকসু নির্বাচন-২০২৫ উপলক্ষ্যে সার্বিক প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শিক্ষা উপদেষ্টা বলেন, আমরা আজকে এখানে অভিজ্ঞতা শেয়ার করেছি। অনেক দিন পর ডাকসু ও জাকসুতে নির্বাচন হলো। সেটা যেকারণেই হোক নির্বাচন দুইটা জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে। সামনে আরো দুইটা নির্বাচন হতে যাচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে কিছু ভালো অভিজ্ঞতা হয়েছে। অন্যদের প্রস্তুতি কেমন আছে, কোনো পর্যায়ে আছে সেটা নিয়ে আলোচনা হয়েছে। সেখানে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিরা ছিলেন।
আরও পড়ুনতিনি বলেন, সামনের দুইটা নির্বাচন যেন সুষ্ঠুভাবে হয়, সেই প্রক্রিয়াটাই সবাই চান। কোন বিষয়গুলো নিয়ে একটু ভালো করে কাজ করতে হবে, সেটা নিয়ে আলোচনা হয়েছে।
রাকসু ভোট হাতে গণনা করার দাবি জানানো হয়েছে, সেক্ষেত্রে কী করবেন— এমন প্রশ্নের জবাবে শিক্ষা উপদেষ্টা বলেন, সেক্ষেত্রে নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করলে ভালো হবে। আমরা সাধারণ আলোচনা করেছি।
অধ্যাপক ড. সি. আর. আবরার বলেন, দুইটা নির্বাচন নিয়ে অনেক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে দুটি প্রতিষ্ঠানেই। আমরা আশা করছি ভালোভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সম্পন্ন হবে।
মন্তব্য করুন