ভিডিও বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

শিক্ষার্থীদের সমস্যা সমাধানে ‘ডিজিটাল কমপ্লেইন বক্স’ চালু করবে ডাকসু: জিএস ফরহাদ

ডাকসু ক্যাফেটেরিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)-এর সাথে নবনির্বাচিত নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থীদের সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে শিগগিরই ‘ডিজিটাল কমপ্লেইন বক্স’ চালু করা হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ডাকসু ক্যাফেটেরিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)-এর সাথে নবনির্বাচিত নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

জিএস ফরহাদ বলেন, “শিক্ষার্থীদের সমস্যা সমাধানের জন্য একটি ডিজিটাল কমপ্লেইন বক্স চালু করা হবে। শিক্ষার্থীরা অনলাইনে অভিযোগ জানালে আমরা সমস্যা অনুযায়ী একটি টিম গঠন করব, যারা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবে। এছাড়াও ক্যাম্পাসে সেবা মানোন্নয়নের জন্য ক্যান্টিন স্টাফ ও ম্যানেজারদের বিশেষ প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনাও রয়েছে।”

তিনি আরও বলেন, “ডাকসুতে আমরা কাউকে শিবির, মুসলিম, হিন্দু বা অন্য কোনো পরিচয়ে ভাগ করতে চাই না। শিক্ষার্থীদের স্বার্থই আমাদের একমাত্র পরিচয়। কে আমাদের সমর্থক ছিল, আর কে ছিল না—এটা নয়, বরং ঐক্যবদ্ধভাবে সবার জন্য কাজ করাই হবে ডাকসুর লক্ষ্য।” সভায় ডাকসুর আর্থিক কার্যক্রমকে পূর্ণাঙ্গ অডিটের আওতায় আনার প্রতিশ্রুতিও দেন জিএস ফরহাদ।

আরও পড়ুন

ডাকসুর নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট (ভিপি) সাদিক কায়েম এসময় বলেন, “যেমন একাডেমিক ক্যালেন্ডারে সেমিস্টারের সময় নির্ধারিত থাকে, তেমনি ডাকসু নির্বাচনের জন্যও বাধ্যতামূলক সময়সীমা নির্ধারণ করতে হবে। আমরা চাই প্রতিবছর নিয়মিত নির্বাচন হোক। এতে শিক্ষার্থীদের মতামত প্রতিফলিত হবে এবং ডাকসু একটি প্রকৃত গণতান্ত্রিক প্রতিষ্ঠানে পরিণত হবে।” ভিপি সাদিক আরও যোগ করেন, জুলাই অভ্যুত্থানকালে ও হাসিনার আমলে ছাত্রলীগের দমন-পীড়নের বিরুদ্ধে সাহসী ভূমিকা রেখেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।

তিনি বলেন, “যখন অনেকেই ভয়ে চুপ ছিলেন, তখন সাংবাদিক সমিতির সদস্যরা লেখনীর মাধ্যমে প্রতিবাদ করেছেন। ডাকসু নির্বাচনকালেও সাংবাদিকরা দিন-রাত পরিশ্রম করে ভোটারদের আস্থা ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুরক্ষা দিয়েছেন।”

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহি অনুষ্ঠানে বলেন, “ডাকসুর প্রতিনিধিরা বর্তমানে সিনেটের সদস্য হলেও সিন্ডিকেটের সদস্য নন। অথচ বিশ্ববিদ্যালয়ের যাবতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সিন্ডিকেট থেকে আসে। তাই ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের সিন্ডিকেটে অন্তর্ভুক্ত করা গেলে শিক্ষার্থীদের স্বার্থ আরও জোরালোভাবে প্রতিফলিত হবে।” মতবিনিময় সভায় ডাকসুর নেতৃবৃন্দ ও ডুজার সাংবাদিকরা ক্যাম্পাসের নানাবিধ সমস্যা সমাধান ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে নানা প্রস্তাবনা ও পরামর্শ তুলে ধরেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস 

মামলা তুলে না নেওয়ায় বাদীর ছেলেকে কুপিয়ে জখম

বগুড়ায় ব্যবসায়ীর এক লাখ টাকা জরিমানা

টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান

জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি

কুড়িগ্রামের রাজারহাটে তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ১