ধানমন্ডিতে রাশিয়ান হাউসে ‘জাগো হুয়া সাবেরা’ প্রদর্শনী

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে স্বর্ণপদক অর্জন করা বহুল আলোচিত সিনেমা ‘জাগো হুয়া সাবেরা’। এ জে কারদার পরিচালিত চলচ্চিত্রটি আগামী ২০ সেপ্টেম্বর বিকাল ৪টায় ধানমন্ডির রাশিয়ান হাউসে (সাবেক রাশিয়ান কালচারাল সেন্টার) প্রদর্শনের উদ্যোগ নিয়েছে সের্গেই বন্দারচুক ফিল্ম ক্লাব।
আর এর মধ্য দিয়ে দীর্ঘ বিরতির পর আবারও জমজমাট আয়োজনে পর্দা উঠছে সের্গেই বন্দারচুক ফিল্ম ক্লাবের।
২০ সেপ্টেম্বর ক্লাবটির ৩০ বছর পূর্তি উপলক্ষে এনিগমা টিভির সহযোগিতায় ধানমন্ডির রাশিয়ান হাউসে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান ‘সেলিব্রেটিং সিনেমা’।
আধুনিক সিনেমা প্রদর্শনের অভিজ্ঞতা দিতে পুরো আয়োজনটি সাজানো হয়েছে ডিসিপি (ডিজিটাল সিনেমা প্যাকেজ) ও ৭.১ সাউন্ড সিস্টেমে।
এ আয়োজনে থাকছে তিনটি মাস্টারক্লাস চলচ্চিত্র। রাশিয়ান ক্লাসিকস নিয়ে আলোচনা করবেন চলচ্চিত্র নির্মাতা নূরুল আলম আতিক। রুশ সাহিত্য নিয়ে আলোচনা করবেন প্রফেসর আব্দুস সেলিম এবং স্তানিস্লাভস্কি: মেথড অ্যাকটিং নিয়ে আলোচনা করবেন প্রফেসর সৈয়দ জামাল আহমেদ।
আরও পড়ুনদুই দিনে দর্শকরা দেখতে পাবেন ফ্রম সুরমা (২০২৪, বাংলাদেশ), জাগো হুয়া সাবেরা (১৯৫৯, বাংলাদেশ), পেয়ারার সুবাস (২০২৩, বাংলাদেশ), আম কাঁঠালের ছুটি (২০২৩, বাংলাদেশ), ইউয়ান শাং (২০১৭, চীন), ভারগুয়েঞ্জা (২০২৪, মেক্সিকো-কাতার যৌথ প্রযোজনা), আ সিজ ডায়েরি (২০২০, রাশিয়া)সহ মোট সাতটি দেশি-বিদেশি চলচ্চিত্র।
১৯৯৫ সালের ২০ সেপ্টেম্বর প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা, চিত্রগ্রাহক ও শিক্ষক এম এ সামাদ কর্তৃক প্রতিষ্ঠিত সের্গেই বন্দারচুক ফিল্ম ক্লাবটি দীর্ঘদিন ধরে চলচ্চিত্রপ্রেমী, শিক্ষার্থী ও সংস্কৃতিচর্চাকারীদের জন্য গুরুত্বপূর্ণ মিলনমেলা হিসেবে পরিচিত।
নতুন উদ্যোগের মাধ্যমে ক্লাবটি অতীতের ঐতিহ্যকে সম্মান জানানোর পাশাপাশি আধুনিক প্রজন্মের জন্য চলচ্চিত্রচর্চার নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্য নিয়েছে।
মন্তব্য করুন