বিশ্বকাপ খেলতে কাল দেশ ছাড়বে বাংলাদেশ নারী দল

ভালো খেলার লক্ষ্য নিয়ে কাল বিশ্বকাপের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ নারী দল। হাইব্রিড মডেলে আয়োজিত এবারের আসর থেকে ভালো ফলাফল নিয়ে ফিরতে চায় টাইগ্রেসরা।
আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপ। সেখানে যাওয়ার আগে ফটোসেশন করে বাংলাদেশ নারী দল। এরপর সংবাদ সম্মেলনে নিজেদের লক্ষ্যের কথা জানান দলের অধিনায়ক ও কোচ।
বিশ্বকাপের আগে বড় কোনো দলের সঙ্গে ম্যাচ না খেললেও প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট অধিনায়ক নিগার সুলতানা।
আরও পড়ুনআর কোচ জানালেন, বিশ্বকাপ মঞ্চে কোনো দলকেই বড় করে দেখছে না বাংলাদেশ। প্রতিটি দলের সঙ্গেই খেলতে চায় সেরাটা দিয়ে। জিততে চায় ম্যাচ বাই ম্যাচ।
মন্তব্য করুন