ভিডিও মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

ফিলিস্তিনকে স্বীকৃতি দিলো আরো ৫ দেশ

ফিলিস্তিনকে স্বীকৃতি দিলো আরো ৫ দেশ, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে বিশ্বের আরো পাঁচটি দেশ। ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে ঘোষণাকারী দেশের তালিকায় যোগ দিয়েছে বেলজিয়াম, মাল্টা, অ্যান্ডোরা, মোনাকো ও লুক্সেমবার্গ। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শুরুর আগে দ্বিরাষ্ট্র সমাধানের আশায় আয়োজিত সমাবেশে এই ঘোষণা দেয়া হয়। 

সমাবেশে মাল্টার প্রধানমন্ত্রী বলেছেন, ‘এই স্বীকৃতি শান্তি ও ন্যায়বিচারের প্রতি এবং ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি আমাদের দৃঢ় বিশ্বাসকে প্রতিফলিত করে।’লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী একে ঐতিহাসিক সিদ্ধান্ত হিসাবে বর্ণনা করেছেন।

অন্যদিকে বেলজিয়াম বলছে, এই পদক্ষেপটি দ্বি-রাষ্ট্রীয় সমাধানের জন্য তাদের সমর্থনকে প্রতিফলিত করে।ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এর আগে একই বৈঠকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেন।

তিনি বলেন, ‘আমি ঘোষণা করছি যে, আজ ফ্রান্স ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে। এটিই ইসরাইলের শান্তিতে বসবাসের একমাত্র সমাধান।’

তার মতে, গাজায় ইসরাইলের গণহত্যা অব্যাহত থাকায় এই সিদ্ধান্ত জরুরি ছিল।

আরও পড়ুন

তিনি আরো বলেন, ‘গাজায় যুদ্ধ, বোমা হামলা, গণহত্যা এবং বাস্তুচ্যুতি থামানোর সময় এসেছে। গাজায় চলমান যুদ্ধকে কোনোভাবেই সমর্থন করা যায় না।’ফিলিস্তিনকে স্বীকৃতি ঘোষণা করা দেশগুলোকে ধন্যবাদ জানিয়েছেন ম্যাক্রোঁ। যার মধ্যে রয়েছে অ্যান্ডোরা, অস্ট্রেলিয়া, কানাডা, মোনাকো, পর্তুগাল, যুক্তরাজ্য এবং সান মারিনো।

ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পর আরব ও মুসলিম রাষ্ট্রগুলোকে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান জানান।

ফ্রান্স এবং সৌদি আরবের যৌথ সভাপতিত্বে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইল এতে যোগ দেয়নি। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে : প্রধান উপদেষ্টা

যেখানে আওয়ামী লীগ সেখানেই মাইর: হামীম 

প্রধান উপদেষ্টার সাথে বেলজিয়ামের রানির সাক্ষাৎ

রাজনৈতিক পরিচয়ের কারণে আখতারের ওপর হামলা হয়েছে : তাসনিম জারা

রংপুরে সাংবাদিক অপহরণ ও হেনস্তার মামলায় গ্রেফতার ১

কেরানীগঞ্জে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে দুজন নিহত, আহত ৫