ভিডিও মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

সুযোগ পেলে কালো সাপগুলো ছোবল মারবে : সারজিস আলম

সুযোগ পেলে কালো সাপগুলো ছোবল মারবে : সারজিস আলম, ছবি: সংগৃহীত।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, যারা অর্থসহ বিভিন্ন সুযোগ-সুবিধার বিনিময় শয়তানদের আশ্রয় দিয়েছেন এবং দিচ্ছেন তারা সাবধান হয়ে যান। সুযোগ পেলে কালো সাপগুলো আপনাদেরই ছোবল মারবে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে ফেসবুকের এক পোস্টে তিনি এসব কথা বলেন। অনেকে মনে করছেন, নিউ ইয়র্কে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের ওপর আওয়ামী লীগের নেতাকর্মীদের ডিম নিক্ষেপের ঘটনাকে ইঙ্গিত করে তিনি এ পোস্ট দিয়েছেন।
 
সারজিস লিখেছেন, এই পা-চাটা দালাল এবং জনতার ভয়ে জান নিয়ে পালিয়ে যাওয়া তাদের মা হাসিনা- হাজারের অধিক খুনের নির্দেশ দাতা। বিগত ১৭ বছরে এই দেশে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, লুটপাট, ধর্ষণ থেকে শুরু করে এমন কোনো ঘৃণিত কাজ ও অন্যায় নেই, যা তারা করেনি।

আরও পড়ুন

‘এই অসভ্য জানোয়ারদের বিন্দুমাত্র অনুশোচনা নেই। দালালি করতে করতে আর পা চাটতে চাটতে এরা এদের বিবেকবোধ হারিয়ে ফেলেছে। এরা এদের পরিবার ও আত্মীয়-স্বজনের জন্য অভিশাপ।’তিনি আরও লেখেন, এই নরপশুদের আর ছাড় দেওয়ার সুযোগ নেই। যারা অর্থসহ বিভিন্ন সুযোগ-সুবিধার বিনিময় এই শয়তানদের আশ্রয় দিয়েছেন এবং দিচ্ছেন তারা সাবধান হয়ে যান। সুযোগ পেলে এই কালো সাপগুলো আপনাদেরই ছোবল মারবে।জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউ ইয়র্কে গেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ বাংলাদেশের প্রতিনিধি দল। তাদের সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন দেশের শীর্ষ কয়েকজন রাজনৈতিক নেতা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিকে থাকার লড়াইয়ে আজ মুখোমুখী পাকিস্তান-শ্রীলঙ্কার

আখতার ভাইয়ের ওপর হামলার মাশুল তাদের বহুগুণে গুণতে হবে : আব্দুল কাদের

কোনো প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়নি : রিজভী

নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে : প্রধান উপদেষ্টা

যেখানে আওয়ামী লীগ সেখানেই মাইর: হামীম 

প্রধান উপদেষ্টার সাথে বেলজিয়ামের রানির সাক্ষাৎ