ভিডিও মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

আখতার ভাইয়ের ওপর হামলার মাশুল তাদের বহুগুণে গুণতে হবে : আব্দুল কাদের

আখতার ভাইয়ের ওপর হামলার মাশুল তাদের বহুগুণে গুণতে হবে : আব্দুল কাদের, ছবি: সংগৃহীত।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের বলেছেন, আখতার ভাইয়ের ওপর পতিত স্বৈরাচারের শাবকেরা যে ন্যক্কারজনক হামলা চালিয়েছে, সেটার মাশুল তাদেরকে বহুগুণে গুনতে হবে।সোমবার দিবাগত রাতে এক ফেসবুক পোস্টে এ কথা বলেন তিনি।

তিনি লিখেছেন, ড. ইউনূস সাহেব রাষ্ট্রীয় সফরে সফরসঙ্গী হিসেবে রাজনৈতিক নেতাদের সাথে নিয়ে গেলেন। বিপদের মুখে রাজনৈতিক নেতাদের অরক্ষিত রেখে নিজে নিরাপদে প্রস্থান করলেন। আগামী দিনে এমন আচরণ মোটাদাগে পুনরাবৃত্তি করেন কি না, সেটা নিয়েও যথেষ্ট সন্দেহের উদ্রেক হয়। বিপদ দেখলে নিজের নিরাপদ রাস্তা আগেভাগে খুঁজেন কি না!‘যদিও আজকের এই পরিস্থিতির জন্য ইউনূস সাহেব এবং তার উপদেষ্টা পরিষদ বহুলাংশে দায়ী, যাদেরকে এ দেশের মানুষ এক রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের পরে গদিতে বসিয়েছিল নিজেদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, নতুন এক স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের সূচনা করার জন্য!’তিনি আরও লেখেন, আখতার ভাইয়ের ওপর পতিত স্বৈরাচারের শাবকেরা যে ন্যক্কারজনক হামলা চালিয়েছে, সেটার মাশুল তাদেরকে বহুগুণে গুনতে হবে। এই আখতাররাই স্বৈরাচার এবং তার শাবকদের দেশছাড়া করেছিল, এদের পূর্ণ বিনাশ আখতারদের হাতেই হবে। হামলার মধ্য দিয়ে বিপ্লবীরা আরও বেশি একাগ্র হয়, অঙ্গীকারবদ্ধ হয়।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরেহাটে স্বামী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর মরদেহ উদ্ধার

বর্ষসেরা ক্লাবের পুরস্কার জিতে হার দেখল পিএসজি

রেকর্ড বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা, নিহত ৪

শাপলা প্রতীক পাবে না এনসিপি

বিসিবি’র কোষাগারে ১৩৯৮ কোটি টাকা

গাজার স্বাধীনতাকামীদের অস্ত্র সমর্পণ করতে বললেন আব্বাস