ভিডিও মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

গাজার স্বাধীনতাকামীদের অস্ত্র সমর্পণ করতে বললেন আব্বাস

গাজার স্বাধীনতাকামীদের অস্ত্র সমর্পণ করতে বললেন আব্বাস, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের সঙ্গে যুদ্ধরত স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও তার মিত্রদের অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। 

সোমবার (২২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত বৈশ্বিক সম্মেলনে ভিডিও বার্তার মাধ্যমে তিনি এ আহ্বান জানান। আব্বাস বলেন, ‘হামাস এবং তার মিত্রদের অবশ্যই ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে তাদের অস্ত্র সমর্পণ করতে হবে। আমরা চাই একটি ঐক্যবদ্ধ রাষ্ট্র- যেখানে সাধারণ নাগরিকদের কাছে কোনো অস্ত্র থাকবে না, রাষ্ট্র চলবে এক আইনের অধীনে এবং থাকবে একটি বৈধ নিরাপত্তা বাহিনী।’ তিনি আরও জানান, ‘গাজায় যুদ্ধ শেষ হলে তিন মাসের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। সেই সরকারের প্রধান দায়িত্ব হবে প্রেসিডেন্ট ও সংসদীয় নির্বাচন আয়োজন করা। শাসন ব্যবস্থায় হামাসের কোনও ভূমিকা থাকবে না। হামাসকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে তাদের অস্ত্র সমর্পণ করতে হবে।’

আরও পড়ুন

সম্মেলনে আব্বাস যুদ্ধবিরতির তাগিদ দেন এবং বলেন, ‘আমাদের গাজায় মানবিক সহায়তা প্রবেশ করতে দিতে হবে, জিম্মিদের মুক্ত করতে হবে।’ তিনি মিশর, কাতার, জর্ডানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যস্থতা ও ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতির পরিকল্পনার বিরোধিতার প্রশংসা করেন। ট্রাম্প প্রশাসন আব্বাসের ভিসা বাতিল করায় জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিউইয়র্ক সরাসরি যোগ দিতে পারেননি তিনি। তাই অধিবেশনে ভাষণ দেন ভিডিও বার্তায়।

প্রসঙ্গত, পশ্চিম তীরের ক্ষমতাসীন ফিলিস্তিনি কর্তৃপক্ষ মূলত স্বাধীনতাকামী বিভিন্ন রাজনৈতিক দলের জোট, যার সবচেয়ে বড় অংশ ফাতাহ। আব্বাস ফাতাহেরও প্রেসিডেন্ট। গাজায় ২০০৬ সালের নির্বাচনে হামাস বিজয়ী হয়ে ক্ষমতা দখল করে এবং ২০০৭ সালের শেষ নাগাদ ফাতাহকে উপত্যকা থেকে সড়িয়ে দেয়। এরপর প্রায় ১৯ বছর ধরে হামাস সেখানে শাসন করছে। সূত্র : মিডল ইস্ট আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হত্যার দায়ে পিরোজপুরে ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

নোয়াখালীতে ৮০টি ইলিশ বিক্রি হলো দুই লাখ ১৩ হাজার টাকায়

ইরানে আটটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে রাশিয়া

ব্যালন ডি’অর জয়ে আর্জেন্টিনাকে ছুঁয়ে ফেলল ফ্রান্স

ফের নির্বাচিত করে খালেদা জিয়াকে আনব: এ্যানি

নন্দিত কুমার শানুকে নিন্দিত করলেন প্রাক্তন স্ত্রী