ভিডিও শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের কাজে অনিয়ম দেখেছি, ব্যবস্থা নিতেই এই সফরে আসা: উপদেষ্টা

দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের কাজে অনিয়ম দেখেছি, ব্যবস্থা নিতেই এই সফরে আসা: উপদেষ্টা

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, উপকূল অঞ্চলসহ বিভিন্ন জায়গায় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের কাজে অনিয়মের সন্ধান পাওয়া গেছে। সেগুলো সুনির্দিষ্ট করে চিহ্নিত করা হয়েছে। সংশ্লিষ্ট প্রশাসনকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।

আজ সোমবার (১৩ অক্টোবর) দুপুরে বরিশাল জেলা শিল্পকলা একাডেমির সামনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা ফারুক-ই-আজম আরও বলেন, ‘বেশকিছু দিন ধরে পুরো উপকূলের শত শত কিলোমিটার দুর্গম এলাকা ঘুরে বেড়িয়েছি। বিভিন্ন জায়গায় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের কাজে অনিয়মের দেখেছি। সেই অনিয়ম-দুর্নীতি বিরুদ্ধে ব্যবস্থা নিতেই এই সফরে আসা হয়েছে।

আরও পড়ুন

এরআগে বেলা সাড়ে ১১টায় নগরীর রাজা বাহাদুর সড়কে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত র‌্যালিতে অংশ নেন উপদেষ্টা। পরে সেখান থেকে জেলা শিল্পকলা একাডেমির হলরুমে দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

বরিশাল বিভাগীয় কমিশনার রায়হান কাওছারের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোস্তাফিজুর রহমান, মহাপরিচালক রেজওয়ানুর রহমান প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা বিভাগের দাবিতে রাজপথে শত শত মানুষ

শাহজালালে আগুন: উদ্ধারে ২ প্লাটুন বিজিবি

অগ্নি দুর্ঘটনায় তদন্তে সক্ষমতা বাড়াতে প্রযুক্তিগত সহায়তা দিবে ইতালি: স্বরাষ্ট্র উপদেষ্টা

নওগাঁর আত্রাইয়ে ধান ব্যবসায়ীর ৭ লাখ টাকা ছিনতাই

ফের এক ফ্রেমে মিস্টার বিস্ট ও বলিউডের তিন খান

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপিত