ভিডিও রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

নওগাঁর আত্রাইয়ে ধান ব্যবসায়ীর ৭ লাখ টাকা ছিনতাই

নওগাঁর আত্রাইয়ে ধান ব্যবসায়ীর ৭ লাখ টাকা ছিনতাই। প্রতীকী ছবি

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে ধান ব্যবসায়ীর কাছ থেকে ৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় উপজেলার আত্রাই-পতিসর সড়কের বাঁকা ডবল ব্রিজের পূর্বদিকে ঘটনাটি ঘটে।

জানা যায়, উপজেলার ভোঁপাড়া গ্রামের রফিকুল ইসলাম আকন্দ ওরফে সন্তে’র ছেলে ধান ব্যবসায়ী সবুজ (৩০) ও তার ছোট ভাই সজিব (২৮) বৃহস্পতিবার পতিসর থকে ধানের পাওনা ৭ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বাঁকা ডবল ব্রিজের পূর্বদিকে পৌঁছালে পিছন থেকে ৪টি মোটরসাইকেল তাকে ওভারটেক করে ৭/৮ জন ছিনতাইকারী তার পথরোধ করে তাদের মারপিট করে ৭ লক্ষাধিক টাকা ছিনতাই করে নিয়ে যায়।

সবুজের বড় ভাই ইউপি সদস্য বিপ্লব হোসেন বলেন, তার ভাইকে মারপিট করে ৭ লাখ ৪৪ হাজার টাকা ছিনতাই করে নিয়ে গেছে। সংবাদ পেয়ে কাশিয়াবাড়ি স্লুইসগেট এলাকা থেকে তাদের বাড়িতে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে। টাকা হারিয়ে সবুজ ভারসাম্যহীন হয়ে পড়ায় এখন পর্যন্ত থানায় কোন মামলা বা অভিযোগ করা হয়নি। তিনি সুস্থ্য হলে অভিযোগ করা হবে।

আরও পড়ুন

আত্রাই থানার ওসি মনসুর রহমান বলেন, সংবাদ পেয়ে পুলিশসহ তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। পতিসর থেকে টাকা গ্রহণ ও ঘটনাস্থলে পৌঁছা পর্যন্ত সময়ের অনেক ব্যবধান। এছাড়াও প্রাথমিক তদন্তে বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। পাওনাদারের কারণে এটি সাজানো নাটক কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিত্তবানরা অসহায়দের পাশে দাঁড়ালে সমাজের চিত্র বদলে যাবে : ওবাইদুর রহমান চন্দন

৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়া শহর যুবদলের প্রস্তুতি সভা

আনসার-ভিডিপি দেশে দক্ষ জনশক্তি তৈরির কারখানা : রংপুর রেঞ্জ উপ-মহাপরিচালক

পঞ্চগড়ে নবনির্মিত ২৫০ হাসপাতালটি সীমিত পরিসরে চালু আগামী মাসেই

বগুড়ার সারিয়াকান্দিতে সাময়িক বরখাস্তের শেষ হলেও স্কুলে যেতে পারছেনা প্রধান শিক্ষক

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আগুন