বগুড়ার ধুনটে ডা. ওয়াছিম-ওয়ালেদা মেধাবৃত্তি পেলেন ৬৪ শিক্ষার্থী

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট উপজেলার গোসাইবাড়ি আমির উদ্দিন আয়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয় ও গোসাইবাড়ি করিম বকস্ ওয়াছিম উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬৪ জন শিক্ষার্থীর মাঝে ডা. ওয়াছিম-ওয়ালেদা মেধাবৃত্তির অর্থ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে ডা. ওয়াছিম-ওয়ালেদা মেধাবৃত্তি প্রদান কর্মসূচির আয়োজনে অত্র শিক্ষা প্রতিষ্ঠান চত্বরে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেধাবৃত্তির প্রধান পৃষ্ঠপোষক ও বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জাকির হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা রমজান আলী আকন্দ।
উপজেলা নির্বাহী অফিসার খৃষ্টফার হিমেল রিছিলের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বাংলা একাডেমির উৎপাদন কর্মকর্তা শাহ মো. মনিরুজ্জামান, এপেক্স ক্লাব অব বগুড়ার সভাপতি আলী হাসান সুফল। গোসাইবাড়ি আমির উদ্দিন আয়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান ও সহকারী প্রধান শিক্ষক সাজিয়া আফরিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মাকসুদুল হক বাচ্চু, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও প্রধান শিক্ষক স্বপন কুমার সরকার।
আরও পড়ুনএরপর দুপুরে গোসাইবাড়ি করিম বকস্ ওয়াছিম উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টারের আয়োজনে এবং অধ্যাপক ডা. জাকির হোসনের সার্বিক সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক হোসনা আফরোজা।
মন্তব্য করুন