ভিডিও মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

ফায়ার সার্ভিস কর্মীদের অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া

ফায়ার সার্ভিস কর্মীদের অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে ফায়ার সার্ভিস কর্মীদের ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ে সচেতনতা বৃদ্ধি মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়াটি পরিচালনা করেন,মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ সফিকুল ইসলাম।

মহড়ায় অংশগ্রহণকারীরা,অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ,গ্যাস সিলিন্ডার,অগ্নিকাণ্ড প্রতিরোধে বাস্তব অনুশীলন করেন।

এ সময় ফায়ার সার্ভিস সদস্যরা,অগ্নিকাণ্ডের ঘটনার সময় দ্রুত পদক্ষেপ নেওয়া, আগুন নেভানোর কৌশল ও উদ্ধার কার্যক্রম সরাসরি প্রদর্শন করে দেখান উপস্থিত সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের।

আরও পড়ুন

পরে আলোচনা সভায় বক্তারা,দুর্যোগের পূর্ব প্রস্তুতি, সচেতনতা বৃদ্ধি, পরিবার ও প্রতিষ্ঠানে নিরাপত্তা পরিকল্পনা,স্বেচ্ছাসেবক দল গঠন, দুর্যোগে সরকারি-বেসরকারি সমন্বয় ও জনগণের অংশগ্রহণের গুরুত্বের ওপর আলোকপাত করেন।

এছাড়া দুর্যোগে জনগণের তাৎক্ষণিক করণীয় বিষয়ে সচেতনতা বৃদ্ধি, উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রমের বাস্তব অভিজ্ঞতা অর্জন, এবং সরকারি-বেসরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার করাই ছিল এই মহড়ার উদ্দেশ্য বলে জানান,জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত।

তিনি বলেন, দুর্যোগ প্রতিরোধের সবচেয়ে বড় শক্তি হলো সচেতনতা। আগাম প্রস্তুতি থাকলে বড় ধরনের এড়ানো সম্ভব। এই মহড়ার মাধ্যমে আমরা সাধারণ মানুষকে সেই প্রস্তুতির বার্তা পৌঁছে দিতে চাই। পাশাপাশি সকলকে নিয়মিত দুর্যোগ প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত সভাপতিত্ব করেন। এতে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. কামরান হোসেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুহাম্মদ মুবিনুর রহমান, রেড ক্রিসেন্ট, বিএনসিসি, সিভিল সার্ভিসসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি প্রশমন দিবস উদযাপন

ব্যভিচার গর্হিত অপরাধ

বগুড়ার শেরপুরে ওয়াই-ফাই পাসওয়ার্ডকে কেন্দ্র করে দুই শিক্ষকের মারামারি

সিরাজগঞ্জে ইছামতি নদীর ওপর ব্রিজ না থাকায় তিন উপজেলাবাসীর দুর্ভোগ

পাবনার বেড়ার ঐতিহ্যবাহী স্টেডিয়াম এখন পরিত্যক্ত জলাভূমি

নওগাঁয় আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে ডাকাতি