ভিডিও রবিবার, ১০ নভেম্বর ২০২৪

আগামী ২৪ ঘণ্টায় নিরাপত্তার শর্তে জরুরি বিভাগে সেবা দেওয়ার ঘোষণা চিকিৎসকদের

আগামী ২৪ ঘণ্টায় নিরাপত্তার শর্তে জরুরি বিভাগে সেবা দেওয়ার ঘোষণা চিকিৎসকদের

আগামী ২৪ ঘণ্টায় শর্ত সাপেক্ষে জরুরি স্বাস্থ্য সেবা চালু রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী চিকিৎসকরা।

একজন চিকিৎসকের বিপরীতে একজন নিরাপত্তা রক্ষী থাকার শর্তে সারাদেশে জরুরি সেবা চালু হবে বলে উল্লেখ করেছেন তারা।

রোববার (১ সেপ্টেম্বর) স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে আন্দোলনকারীদের আলোচনা শেষে ঢাকা মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনের সামনে এ কথা বলেন চিকিৎসকরা।

চিকিৎসকরা বলেন, ‘আমাদের শাটডাউন কর্মসূচি চলমান আছে। তবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রতটি জরুরি বিভাগে একজন চিকিৎসকের বিপরীতে একজন আইনশৃঙ্খলা বিহীনির সদস্য নিরাপত্তা দেওয়ার সাপেক্ষে শুধুমাত্র জরুরি বিভাগের সেবা দেওয়া হবে।’

আরও পড়ুন

এর বাইরে আউটডোর সেবা ও ইনডোর সেবা স্থগিত থাকবে। তবে আইসিইউ, এইচডিউ সেবা চলমান আছে বলেও জানান তারা।

তারা বলেন, যদি ৫ মিনিটের মধ্যে তারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দেয় আমরা এর মধ্যেই চিকিৎসাসেবা দেওয়া শুরু করবো। আগামী ৭ দিন এভাবেই স্বাস্থ্য সেবা চলবে। এরপর আগামী ৭ দিনের মধ্যে স্বাস্থ্য পুলিশ ও স্বাস্থ্য সুরক্ষা আইন গঠন করলে আমরা আন্দোলন স্থগিত করবো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বগুড়া করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠান | KMSC | Daily Karatoa

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বগুড়া করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠান

রংপুরে বিএসটিআই’র অভিযান ২৫ হাজার টাকা জরিমানা

নৌ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হলেন মোহাম্মদ ইউসুফ

সাবেক রেলমন্ত্রী সুজনসহ আ’লীগ নেতাদের আসামি করে পঞ্চগড়ে মামলা

ছোবল খেয়ে রাসেল ভাইপার নিয়েই রামেক হাসপাতালে কৃষক