ভিডিও মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থীর মৃত্যু


রাজধানীর বাড্ডায় বাসচাপায় শিপু দাস (১৫) নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৮ জুন) বিকেল ৩টার দিকে মধ্য বাড্ডা লুৎফুন টাওয়ারের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালে নিহতের মামা রিপন দাস জানান, তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার শেখপুরা গ্রামে। বর্তমানে উত্তর বাড্ডা এলাকায় পরিবারের সঙ্গে থাকতো। তার বাবার নাম সুসান্ত দাস। সে বাড্ডা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
তিনি আরও জানান, বাসা থেকে বাইসাইকেল নিয়ে ঘুরতে যায় শিপু। সঙ্গে তার এক বন্ধু আলাদা বাইসাইকেলে ছিল। মধ্য বাড্ডায় এক রিকশার সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় পড়ে গেলে একটি বাস তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় সে। পরে পুলিশ তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।  
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আফগানদের কাছে সিরিজ হারলো বাংলাদেশ

সাবেক এমপি সিরাজুল ইসলাম গ্রেপ্তার

জয়পুরহাটের পাঁচবিবিতে প্রতিবন্ধী তিন মেয়ে নিয়ে চন্দনের মানবেতর জীবন

কাজীরহাট-আরিচা নৌপথে তিন মাস স্পিডবোট চলাচল বন্ধ

নওগাঁর ধামইরহাটে বিস্ফোরক মামলায় ২ আ’লীগ নেতা গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে শেরুয়া-ভবানীপুর রাস্তার কাজে মন্থর গতি, বাড়ছে জনদুর্ভোগ