নতুন দিগন্ত উন্মোচনের আশা
ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি শুক্রবার (২১ জুন) বিকেল সোয়া ৪টার দিকে নয়াদিল্লির পালাম বিমানবন্দরে অবতরণ করে। পরে সেখানে সরকারপ্রধানকে লাল-গালিচা সংবর্ধনা দেয়া হয়।
প্রতিবেশী দেশটিতে গিয়ে ইতোমধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সন্ধ্যায় নয়াদিল্লির তাজ প্যালেস হোটেলে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। আধা ঘণ্টাব্যাপী ওই বৈঠকে দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তারা।
বৈঠকে অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানসহ বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া জানান, বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন- গত ১০ বছরে বাংলাদেশ-ভারত সম্পর্ক যে উচ্চতায় পৌঁছেছে, সেটিকে নতুন অধ্যায়ে নিয়ে যেতে চায় ভারত।
সন্ধ্যায় ওই বৈঠকের পর দেশটির শীর্ষ ব্যবসায়িক প্রতিনিধিদলের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সফররত বাংলাদেশের ব্যবসায়িক প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান জানিয়েছেন, ভারতের ব্যবসায়িক প্রতিনিধিদলের সদস্যরা জানিয়েছেন তারা বাংলাদেশে ব্যবসা করতে চান। অনেকেই ইতোমধ্যে বাংলাদেশে ব্যবসা করছেন, তারা এটিকে আরও সম্প্রসারণ করতে চান। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।
অন্যদিকে, শনিবার (২২ জুন) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই বৈঠকে ঢাকা-দিল্লি সম্পর্ক আরও মজবুত করতে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। শনিবারের এ বৈঠকের আগে ভারতের রাষ্ট্রপতি ভবনে লাল গালিচা সংবর্ধনা দেয়া হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।
মন্তব্য করুন