ভিডিও

বগুড়ার সোনাতলায় রাধাকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কের বেহাল দশা

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৪, ০৭:৪০ বিকাল
আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০২৪, ০৭:৪০ বিকাল
আমাদেরকে ফলো করুন

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : সোনাতলা উপজেলার পাকুল্লা ইউনিয়নের রাধাকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংযুক্ত সড়কটি বন্যার পানিতে ধসে গেলেও সংষ্কার না করায় ওই সড়কটি যান চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। এমনকি ওই সড়ক দিয়ে পায়ে হেঁটে চলাচল করাও কষ্টসাধ্য।

সোনাতলা উপজেলার পাকুল্লা ইউনিয়নের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ থেকে রাধাকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভায়া আমতলী পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য মাত্র ২ কিলোমিটার। ২০২০ সালের ভয়াবহ বন্যায় ইট বিছানো সড়কটি খানা খন্দকে পরিনত হয়। এমনকি সড়কটির বিভিন্ন জায়গায় ইট  উঠে গিয় ছোট বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে।

ফলে ওই সড়কের যান চলাচল তো দূরের কথা পায়ে হেঁটে চলাচল করতে গিয়েও পথচারীদের ভোগান্তিতে পরতে হচ্ছে। সড়কটি পাশে রয়েছে রাধাকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রতিনিয়ত ওই সড়ক দিয়ে কোমলমতি শিক্ষার্থীরা বিদ্যালয় আসা যাওয়া করার সময় দূর্ঘটনার শিকার হচ্ছে।

এ বিষয়ে স্থানীয়রা জানান ৪ থেকে ৫ বছর যাবত ওই সড়ক দিয়ে তাদের উৎপাদিত কৃষিপণ্য পরিবহন যোগে হাটে বাজারে নিতে পারছেন না। অথচ ওই এলাকার প্রায় ৮৫ ভাগ মানুষ কৃষি কাজের সাথে জড়িত। প্রতিবছর প্রকৃতির সাথে লড়াই সংগ্রাম করে টিকে থাকতে হয় তাদের। বন্যার সময় নৌকা যোগে তাদের উৎপাদিত কৃষিপণ্য বাজারজাত করতে পারলেও বন্যা পরবর্তী শুষ্ক মৌসুমে উৎপাদিত কৃষিপণ্য বাজারজাত করতে পারছে না।

অপরদিকে ওই সড়কে কোন প্রকার যান চলাচল না করায় চাকুরীজীবী, ব্যবসায়ী, শিক্ষক-শিক্ষার্থীরা নির্ধারিত সময়ে গন্তব্য স্থানে পৌঁছাতে পারছেন না। এতে করে একদিকে সময় অন্যদিকে দ্বিগুন অর্থ গুনতে হচ্ছে ওই এলাকার ১২টি গ্রামের প্রায় লক্ষাধিক মানুষের।

এ বিষয়ে স্থানীয় পাকুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম লতিফুল বারী টিম বলেন, রাস্তাটি সংষ্কার করতে একাধিকবার এলজিইডি কর্তৃপক্ষকে অবগত করেও কোন ফল হয়নি। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মাহবুবুল হক বলেন, রাস্তাটি সংষ্কারে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করলেও বরাদ্দ না পাওয়ায় টেন্ডার আহবান করা যায়নি।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS