ভিডিও বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

রেলওয়ে হকার্স কড়িতলা (পূর্ব সাইড) মার্কেট ব্যবসায়ী সমিতি'র সাধারণ সভা অনুষ্ঠিত

রেলওয়ে হকার্স কড়িতলা (পূর্ব সাইড) মার্কেট ব্যবসায়ী সমিতি'র সাধারণ সভা অনুষ্ঠিত, ছবি: দৈনিক করতোয়া

বগুড়া রেলওয়ে হকার্স মার্কেট কড়িতলা ( পূর্ব সাইড) মার্কেটে  ব্যবসায়ী সমিতি'র সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায়  প্রধান অতিথি ছিলেন মার্কেট ব্যবসায়ী সমিতি’র প্রধান উপদেষ্টা, বগুড়া পৌরসভার ০৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর, বগুড়া জেলা বাস-মিনিবাস-কোচ মালিক সমিতি’র সাধারণ সম্পাদক মোঃ এরশাদুল বারী এরশাদ। বিশেষ অতিথি ছিলেন শাপলা সুপার মার্কেট বগুড়ার আহবায়ক মোঃ মাহফুজুল হক, বাদুড়তলা মহল্লার বিশিষ্ট ব্যবসায়ী  মোঃ কায়েস,  রেলওয়ে কড়িতলা হকার্স মার্কেট ( পূর্ব সাইড)  ব্যবসায়ী মোঃ হাতেম গাজী।

সভাশেষে উপস্থিত সকল সদস্যদের প্রত্যক্ষ মনোনয়নে আলহাজ্ব মোঃ মনির হোসেন'কে আহবায়ক,  মোঃ লিটন হোসেন'কে ১নং যুগ্ম আহবায়ক ও  মোঃ জাহিদুল ইসলাম মিন্টু'কে সদস্য সচিব ( সাধারণ সম্পাদক) করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয় ৷ সাধারণ সভা পরিচালনা করেন সদস্য সচিব- মো: জাহিদুল ইসলাম ( মিন্টু) । খবর বিজ্ঞপ্তি।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এগিয়ে থেকেও ম্যানচেস্টার সিটির অবিশ্বাস্য ড্র 

অব্যাহতিপ্রাপ্ত এসআইদের সরিয়ে দেওয়া হয়েছে

নারায়ণগঞ্জে দুটি কারখানায় আগুন 

কুকুর পরিচালনা শিখতে বিদেশ যাচ্ছেন পুলিশ কর্তারা

সিরাজগঞ্জে যৌন নির্যাতনের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

সম্পর্ক থাকলে ভয় তো থাকবেই : সোহিনী