এনটিভির বার্তা সম্পাদক সীমান্ত খোকনের ঝুলন্ত লাশ উদ্ধার
বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির বার্তা সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির নির্বাচিত সদস্য সীমান্ত খোকনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।রাজধানীর শান্তিনগরে তাঁর নিজ বাসা থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য সীমান্ত খোকনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে পল্টন থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার (১ অক্টোবর) দুপুর ২টার পর শান্তিনগরের নিজ বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুর পর্যন্ত তাঁর রুমের দরজা বন্ধ পায় পরিবার। রুমের দরজা খুলে তাঁকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
আরও পড়ুন
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন কে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাংবাদিক সীমান্ত খোকন আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
মন্তব্য করুন