নারায়ণগঞ্জে পুকুর থেকে নারীর মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একটি পুকুর থেকে নারীর (৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার (২ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার মদনগঞ্জ-মদনপুর সড়কের ফরাজিকান্দাস্থ হান্ডুর ব্রিজের পশ্চিম পাশের রেলওয়ের পুকুর থেকে মৃতদেহটি উদ্ধার হয়।
আরও পড়ুনপ্রত্যেক্ষদর্শীরা জানান, আজ দুপুরে ফরাজিকান্দাস্থ হান্ডুর ব্রিজ সংলগ্ন পশ্চিম পাশে রেলওয়ের পুকুরে নাম না জানা নারীর মরদেহ ভাসতে দেখে বন্দর থানা পুলিশকে খবর দেন স্থানীয় লোকজন। বিকেল ৫টার দিকে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে মর্গে নিয়ে যায়। নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-খ) শেখ বিল্লাল হোসেন ও বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মন্তব্য করুন