মালয়েশিয়ায় কারখানায় নিহত ৩ প্রবাসী মুন্সীগঞ্জের
নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে নিহত ৩ বাংলাদেশির বাড়ি মুন্সীগঞ্জ সদর উপজেলার রমজানবেগ গ্রামে।
নিহতরা হলেন, মুন্সীগঞ্জ সদরের রমজানবেগ গ্রামের রাজ্জাক ভূঁইয়ার ছেলে জব্বার আলী, আবুল কাশেমের ছেলে আবু তাহের এবং মহিউদ্দিনের ছেলে সালাম।
নিহতদের স্বজন জানান যে, এদের মরদেহ দেশে প্রেরণের আশ্বাস দিয়েছেন মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) এএসএম জাহিদুর রহমান।
নিহতদের স্বজনরা জানান, গত ১০ অক্টোবর বেলা সাড়ে ১১টার দিকে মালয়েশিয়ার জোহর রাজ্যের ইস্কান্দার পুতেরের গেলাং পাতার এসআইএলসি শিল্প এলাকায় একাধিক রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। বিস্ফোরণে কারখানার ভেতরে থাকা তিন বাংলাদেশি শ্রমিকের শরীরে ৩০ শতাংশ দগ্ধ হয়। দমকলকর্মীরা পৌঁছানোর আগেই কারখানা কর্তৃপক্ষ তাদেরকে হাসপাতালে নিয়ে যায়। এদের মধ্যে ১১ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে মারা যান জব্বার আলী, ১২ অক্টোবর ভোররাত ৩টার দিকে মারা যান আবু তাহের, ১৩ অক্টোবর বিকাল ৫টায় মারা যান সালাম। এরা ৩ জন ৮ বছর আগে বৈধভাবে মালয়েশিয়া যান।
আরও পড়ুনমরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রয়েছে। মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) এএসএম জাহিদুর রহমান দ্রুত মরদেহগুলো দেশে প্রেরণের আশ্বাস দিয়েছেন।
জাহিদুর রহমান স্বজনদের জানান, কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। নিহত ও আহতের ক্ষতিপূরণ আদায়ে হাইকমিশনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন