ভিডিও

লালমনিরহাটে রোহিঙ্গা যুবক আটক

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৪, ০৯:৩৩ রাত
আপডেট: অক্টোবর ১৫, ২০২৪, ০৯:৩৩ রাত
আমাদেরকে ফলো করুন

লালমনিরহাট প্রতিনিধি :  লালমনিরহাটের দহগ্রাম সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার পথে জামাল হোসেন (২৪) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সেলিম আলদীন। এর আগের দিন সোমবার রাতে পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তের গুচ্ছগ্রাম এলাকার সীমান্ত পিলার ডিএএমপি ০৭/১৩-এস এলাকা থেকে স্থানীয়রা রোহিঙ্গা যুবককে আটক করেন।

আটক জামাল হোসেন মিয়ানমারের আকিয়ার জেলার মন্ডু থানার শীলখালী গ্রামের শামসুল আলমের ছেলে। তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী এক নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক আই-৯ এ বসবাস করেন।

বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, এদিন রাতে জামাল হোসেন গুচ্ছগ্রাম এলাকার সীমান্ত পিলার ডিএএমপি ০৭/১৩-এস হয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাকে ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে বাংলাদেশে ফিরে আসেন তিনি। এসময় স্থানীয় লোকজন সীমান্তের আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের ভেতর থেকে তাকে আটক করে দহগ্রাম বিওপিতে সোপর্দ করেন।

ভারতীয় চোরাকারবারিদের সহায়তায় ভারতে যাওয়ার চেষ্টা করেছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিজিবির কাছে স্বীকার করেন আটক জামাল হোসেন। পরে তাকে পাটগ্রাম থানায় সোপর্দ করে বিজিবি।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS