ভিডিও সোমবার, ০৭ জুলাই ২০২৫

বগুড়ার ধুনটে আ’লীগের ১৫ নেতাকর্মীর বিরুদ্ধে মাছ লুটের মামলা

বগুড়ার ধুনটে আ’লীগের ১৫ নেতাকর্মীর বিরুদ্ধে মাছ লুটের মামলা, প্রতীকী ছবি

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান হাসান আহম্মেদ জেমস মল্লিকসহ ১৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল রোববার রাতে উপজেলার মথুরাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ধেরুয়াহাটি গ্রামের বাদশা মিয়া বাদি হয়ে থানায় এ মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার ধেরুয়াহাটি গ্রামের আবু সাইদ সরকারের ছেলে বিএনপি নেতা বাদশা মিয়া স্থানীয় বানুখার দিঘি নামে একটি সরকারি জলাশয় ইজারাবন্দোবস্ত নিয়ে সেখানে মাছ চাষ করেছেন। পূর্ব বিরোধের জের ধরে গত ২৫জুন মধ্যরাতে হাসান আহম্মেদ জেমস মল্লিক ও তার লোকজন ওই জলাশয়ে গিয়ে বাদশা মিয়াকে জিম্মি করে ২ লাখ টাকা চাঁদা দাবি করে।

ওই সময় বাদশা মিয়ার ব্যবসায়িক অংশীদার আসাদুল জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে তারা ঘটনাস্থল ত্যাগ করে। কিস্তু চাঁদার টাকা না পেয়ে বাদশা মিয়ার উপর ক্ষুব্ধ হয়ে গত ১ জুলাই সকাল ৯টায় তারা ফের জলাশয়ে গিয়ে পাহারাদারের ছাউনিঘর ও নৌকাসহ প্রায় সোয়া ৭ লাখ টাকার মাছ লুট করে নিয়ে যায়।

আরও পড়ুন

এ বিষয়ে মথুরাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা হাসান আহম্মেদ জেমস মল্লিক বলেন, রাজনৈতিক বিরোধের কারণে আমাকেসহ আমার লোকজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, এ মামলার আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা নির্বাচন চাই সংস্কার ও জুলাই ঘোষণাপত্রসহ-রাজশাহীতে হাসনাত আবদুল্লাহ

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৩১৭

বিএনপিকে ‘সংস্কারবিরোধী’ বলে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে: মির্জা ফখরুল

ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার

কোনো দেশে প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারিত থাকার নজির নেই: সালাহউদ্দিন

হারুন-বিল্পবের বিরুদ্ধে মামলা করেছি তাদেরকে দ্রুত গ্রেপ্তার করুন